কুকের ডাবল সেঞ্চুরিতে ইংল্যান্ডের লিড
কিছুদিন ধরেই ব্যাটে রান পাচ্ছিলেন না কুক। মাঠের বাইরে উঠেছিল সমালোচনার ঝড়। এমনকি কেউ কেউ তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষও দেখে ফেলছিলেন। অবশেষে ডাবল সেঞ্চুরি করেই সব সমালোচনার জবাব দিলেন অ্যালিস্টার কুক। তার টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরির উপর ভর করে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড পেয়েছে সফরকারী ইংল্যান্ড।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৪৫৭ রান। স্বাগতিকদের চেয়ে ১৩১ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। কুক ২২১ আর স্টুয়ার্ট ব্রড ৪৬ রান নিয়ে ব্যাট করছেন।
২ উইকেটে ১৯২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ৪৯ রানে অপরাজিত থাকা রুট ৬১ করেই সাজঘরে ফেরেন। এরপর কুককে খুব বেশি সঙ্গ দিতে পারেননি ডেভিড মালান (১৪), বেয়ারস্টো (২২), মঈন আলি (২০), ও ওকস (২৬)। তবে ব্রডকে সঙ্গে নিয়ে ৯১ রানের জুটি গড়েন কুক। তুলে নেন নিজের পঞ্চম ডাবল সেঞ্চুরিও।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ওয়ার্নারের সেঞ্চুরির উপর ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৩২৭ রান করে স্বাগতিক অস্ট্রেলিয়া।
এমআর/পিআর