ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কোহলি নন, শচিনকে ছাড়িয়ে যাবেন কুক!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৭ ডিসেম্বর ২০১৭

বিরাট কোহলিকে শচিন টেন্ডুলকারের যোগ্য উত্তরসূরী মনে করা হয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বর্তমান বিশ্বের খেলোয়াড়দের মধ্যে রেকর্ডে শচিনকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোহলিরই। তবে পরিসংখ্যান ভাবাচ্ছে অন্যভাবে। কোহলি নন, শচিনের টেস্ট রেকর্ড ঝুঁকিতে ফেলে দিতে পারেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক!

বয়স ৩৩, ইতোমধ্যেই ইংল্যান্ডের হয়ে ১৫১টি টেস্ট খেলে ফেলেছেন কুক। এই ফরমেটে ১১, ৮১৬ রান নিয়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এক দশকের টেস্ট ক্যারিয়ারে ৩২টি সেঞ্চুরি হয়ে গেছে কুকের। তার স্ট্রাইক রেট এবং ফর্ম বলছে, শচিনের রেকর্ডটা ভেঙে দেয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা এই ওপেনারেরই।

২০০ টেস্টের ক্যারিয়ারে ৫৩.৭৮ গড়ে ১৫,৯২১ রান করেছেন শচিন। সেঞ্চুরি ৫১টি। ১৫১তম টেস্টে এসে ৪৫.৫৭ গড়ে কুকের রান ১১, ৭১২। সেঞ্চুরি ৩২টি।

ইংল্যান্ডের হয়ে কুক যে রেকর্ডগুলো করেছেন, তা এক ঝলকে :
* এক ক্যালেন্ডার ইয়ারে ১,০০০ রান করেছেন।
* ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন।
* ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ১৫১টি টেস্ট খেলেছেন।
* ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ৫৫টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন।
* সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭০০০, ৮০০০, ৯০০০, ১০,০০০ এবং ১১,০০০ রান করেছেন।
* ৩২ সেঞ্চুরি নিয়ে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করাদের তালিকায় দশম স্থানে আছেন।
* টেস্ট খেলুড়ে দেশের ব্যাটসম্যানদের মধ্যে তার সবচেয়ে কাছে থাকা স্টিভেন স্মিথের সেঞ্চুরি ২২টি।
* টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় অষ্টম স্থানে কুক।

বয়সটা মাত্র ৩৩, সাম্প্রতিক পারফরম্যান্স আর ফর্মটা ধরে রাখতে পারলে টেস্ট সংখ্যা কিংবা রান, সেঞ্চুরিতে কোহলির আগে শচিনকে ছাড়িয়ে যাবেন কুকই।

এমএমআর/পিআর

আরও পড়ুন