ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টেস্ট প্রত্যাবর্তনে ফিফটি করে আউট ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৭

স্বেচ্ছা নির্বাসন কাটিয়ে প্রায় দুই বছর পর টেস্টে ফিরলেন। প্রত্যাবর্তনটা রাঙানোর অপেক্ষায় ছিলেন এবি ডি ভিলিয়ার্স। খুব একটা খারাপ করেছেন বলা যাবে না। ফিফটি ঠিকই তুলে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। আক্ষেপ হয়তো তবু থাকবে, ইনিংসটাকে ৫৩ রানের বেশি টেনে নিতে পারেননি।

জিম্বাবুইয়ান পেসার ক্রিস্টোফার এমপুফুর উইকেটে পড়া বলটি সোজা মারতে গিয়েছিলেন ডি ভিলিয়ার্স। সেটা সরাসরি তালুবন্দী করে ফেলেন বোলার নিজেই। ৬৫ বলের ইনিংসে ৫টি চার আর একটি ছক্কা হাঁকান ভিলিয়ার্স। পোর্ট এলজাবেথে ঐতিহাসিক চারদিনের দিবারাত্রির টেস্টে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৮ ওভারে ৩ উইকেটে ১৮০ রান।

ডি ভিলিয়ার্স ফিরলেও সেঞ্চুরির অপেক্ষায় আছেন এইডেন মার্করাম। ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত আছেন ৮৪ রানে। তার সঙ্গে ৪ রান নিয়ে ব্যাট করছেন টেম্বা বাভুমা।

এর আগে, জিম্বাবুয়ের পেসার কাইল জারভিসের শিকার হয়ে ওপেনার ডিন এলগার আউট হয়েছেন ৩১ রান করে। আর টেম্বা বাভুমার বলে ক্যাচ দিয়ে হাশিম আমলা ফিরেছেন ৫ রানেই।

এমএমআর/আইআই

আরও পড়ুন