ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আজ রাতে সপরিবারে থাইল্যান্ড যাচ্ছেন মাশরাফি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৭ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

বিপিএল শেষ হবার আগেই মাশরাফি বিন মর্তুজা সাংবাদিকদের জানিয়েছিলেন, 'আমি ক'দিনের জন্য থাইল্যান্ড যাব।' খুব প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠেছিল, 'কেন যাবেন, ঘুরতে?' মাশরাফির উত্তর ছিল, 'না, মেয়ের চোখের চিকিৎসা করাতে।' মাঝে কেটে গেছে দশ-বারো দিন। কিন্তু নড়াইল এক্সপ্রেসের আর থাইল্যান্ড যাওয়া হয়নি।

মাঝে ক'দিন নড়াইল ঘুরে এসেছেন। এলাকায় সমাজ সেবামূলক কাজও করেছেন। শেষ খবর, আজ গভীর রাতে (সোমবার দিবাগত রাত দুইটায়) সপরিবারে থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

সোমবার দুপুরে জাগো নিউজের সাথে আলাপে ব্যাংকক যাওয়ার কথা নিয়ে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'মেয়েটার চোখের চিকিৎসা করাতেই যাওয়া। মাঝে ছেলের পাসপোর্ট পেতে দেরি হয়েছে। না হয়, আরও আগেই যেতাম।'

জানা গেছে, স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে রাত দুইটার ফ্লাইট ধরবেন মাশরাফি।

এদিকে, ২৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তিন জাতি ক্রিকেট ও শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি। বলার অপেক্ষা রাখে না, মাশরাফি সে অনুশীলন ক্যাম্পের শুরু থেকে থাকতে পারবেন না।

এআরবি/এমএমআর/জেআইএম

আরও পড়ুন