ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আমি 'বাচ্চা ছেলে' নই : পন্টিংকে রুট

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ এএম, ২৫ ডিসেম্বর ২০১৭

টানা তিন টেস্ট হেরে অ্যাশেজ সিরিজ খুয়ানো ইংল্যান্ডের অধিনায়ক জো রুটকে 'বাচ্চা ছেলে' বলে আলোচনায় রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়কের দাবি, অপরিণত বলেই রুট নেতৃত্বের গুরুদায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছেন না।

পন্টিংয়ের এমন খোঁচায় এবার মুখ খুলেছেন জো রুট। মেলবোর্ন টেস্টকে সামনে রেখে ক্রিসমাসের দিন ট্রেনিং সেশনে রুট বলেন, 'তিনি (পন্টিং) তার মত দিয়েছেন। তিনি তো আর আমাদের ড্রেসিংরুমে এসে সময় কাটাননি! এই দলটির সঙ্গেও তার খুব বেশি সময় কাটেনি।'

অস্ট্রেলিয়ার কাছে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ খোয়ানোর পর দলকে সাহস জোগাতে পারছেন না রুট। এমনকি লজ্জার কারণে সংবাদমাধ্যমেও ইংলিশ অধিনায়ক ঠিকভাবে কথা বলতে পারেন না, দাবি পন্টিংয়ের। তবে ইংলিশ অধিনায়ক তার মন্তব্যের সঙ্গে একমত নন, 'আমি অবশ্যই তার এমন কথার সঙ্গে দ্বিমত পোষণ করব। আমি নিশ্চিত দলের কাউকে যদি আপনি জিজ্ঞেস করেন, কোচ কিংবা সাপোর্ট স্টাফ অথবা খেলোয়াড়; তারা আমার মতই বলবেন।'

পন্টিংয়ের 'বাচ্চা ছেলে' উপমার বিষয়টি নিয়ে রুট বলেন, 'আমার মনে হয় না, বাচ্চা ছেলের মতো কিছু করেছি। তবে আমার বিষয়গুলো তো আমি নিজের মত করেই সামলাব। আমার মনে হয়, আপনি যা না, সেটা দেখাতে যাওয়াও উচিত নয়। আমি জানি কখন কি করতে হবে।'

এমএমআর/জেআইএম

আরও পড়ুন