ডাবল সেঞ্চুরি হলো না নাজমুলের
ঢাকা মেট্রো আর রাজশাহী বিভাগের ম্যাচটা গড়াচ্ছে ড্রয়ের দিকে। কিন্তু নিজেদের অর্জনটা আরও সমৃদ্ধই করে নিতে পারতেন নাজমুল হোসেন আর মিজানুর রহমান। রাজশাহী বিভাগের এই দুই ওপেনারেরই সুযোগ ছিল ডাবল সেঞ্চুরি তুলে নেয়ার। নাজমুল তো মাত্র ৬ রানের জন্য ছুঁতে পারেননি এই ম্যাজিক ফিগার।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের ম্যাচে ব্যাটসম্যানদের দাপট দেখা যাচ্ছে। এনামুল-মেহেদী, নাসির-আরিফুলের সঙ্গে তাল মিলিয়ে ম্যারাথন জুটি গড়েছেন নাজমুল-মিজানুর। তাদের ৩৪১ রানের জুটিটা আবার ওপেনিংয়ে!
মিজানুর ১৭৫ করে সাজঘরে ফিরেছেন। নাজমুল করেছেন ১৯৪ রান। সঙ্গে ফরহাদ হোসেনের ৬৫ রানে তৃতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪৬০ রান তুলেছে রাজশাহী। ঢাকা মেট্রোর থেকে তারা এগিয়ে ১৩২ রানে।
ঢাকা মেট্রোর পক্ষে ৩টি উইকেট নিয়েছেন নিহাদুজ্জামান। একটি করে উইকেট তাসকিন আহমেদ আর আবু হায়দার রনির।
এমএমআর/এমএস