ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

জোড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৪০৩

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৪২ এএম, ১৫ ডিসেম্বর ২০১৭

ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্ট এরই মধ্যে সিরিজ হারের শঙ্কায় সফরকারী ইংল্যান্ড। সিরিজ বাঁচানোর ম্যাচে পার্থে মালান-বেয়ারস্টোর সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪০৩ রান সংগ্রহ করেছে দলটি।

প্রথম দিনে অপরাজিত থাকা মালান (১১০) ও জনি বেয়ারস্টো (৭৫) দ্বিতীয় দিন ব্যাট করতে নামে। দিনের শুরুতেই সেঞ্চুরির দেখা পান বেয়ারস্টো। তবে দলীয় ৩৬৮ রানের মাথায় মালানকে সাজঘরে পাঠান নাথান লিয়ন। ১৯ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ১৪০ রানে সাজঘরে ফেরেন মালান। এতে পঞ্চম উইকেটে মালান-বেয়ারস্টোর ২৩৭ রানের জুটি ভাঙে।

এরপর ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই মঈন আলীকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। দলীয় ৩৮৯ রানের মাথায় সপ্তম উইকেটের পতন ঘটে ইংল্যান্ডের। এসময় ব্যক্তিগত ৮ রানে ক্রিজে থাকা ক্রিস ওকসকে প্যাভলিয়নে পাঠান জস হ্যাজলউড।

ব্যক্তিগত ১১৯ রানে মিচেল স্টার্কের বলে বোল্ড হয়েছেন বেয়ারস্টো। আউট হওয়ার আগে ২১৫ বলে ১৮ চারে এ ইনিংসটি সাজান তিনি। ইংলিশদের হয়ে শেষদিকে স্টুয়ার্ড ব্রডের ব্যাট থেকে ১২ রান এসেছে। স্বাগতিকদের হয়ে মিচেল স্টার্ক ৪টি, জস হ্যাজেলউড ৩টি ও প্যাট কামিন্স একটি উইকেট পেয়েছেন।

এমআর/আইআই

আরও পড়ুন