সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব
সাকিব আল হাসানের পুরস্কারটা কেড়ে নিলেন ক্রিস গেইল! ঢাকা ডায়নামাইটস চ্যাম্পিয়ন হলে বাংলাদেশি এই অলরাউন্ডারেরই টুর্নামেন্ট সেরা হওয়ার জোর সম্ভাবনা ছিল। শেষ পর্যন্ত তিনি সেটা হতে পারলেন না। যদিও টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে জ্বলজ্বল করছে তার নামটিই।
বিপিএলের এবারের আসরে ১৩ ম্যাচে সাকিব পেয়েছেন ২২ উইকেট। টি-টোয়েন্টির হিসেবে ইকোনমিও বেশ কম, ৬.৪৯। ১৬ রানে ৫ উইকেট তার এবারের আসরের সেরা বোলিং।
বোলিংয়ের তালিকায় এমনিতেই বাংলাদেশিদেরই জয়জয়কার। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইটান্সের আবু জায়েদ রাহি। ৯ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের হাসান আলী। চতুর্থ স্থানে আবার বাংলাদেশের মোহাম্মদ সাইফুদ্দীন। ১৩ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি।
সাকিবের ব্যাটিংটা অবশ্য ছিল গড়পড়তা মানের। ১৩ ম্যাচে ২৩.৪৪ গড়ে ২১১ রান করেন এই অলরাউন্ডার। কোনো ফিফটি নেই। সর্বোচ্চ অপরাজিত ৪৭।
তবে অলরাউন্ড নৈপুণ্যের হিসেব করলে সবার থেকে এগিয়েই ছিলেন সাকিব। টুর্নামেন্ট সেরার পুরস্কারটি তার হাতেই উঠার কথা ছিল। শেষ বেলায় এসে গেইল সব গড়বড় করে দিলেন।
এমএমআর/এমএস/এআরএস