ফাইনালের ‘ফাইনাল’ সাজ চলছে শেরে বাংলায়
আর কয়েক ঘণ্টা পরই নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের পর্দা। সবারই অপেক্ষা, এবারের চ্যাম্পিয়ন দলকে দেখার। হয় মাশরাফির হাতে উঠবে চতুর্থ শিরোপা, কিংবা সাকিবের হাতে উঠবে টানা দ্বিতীয়বার।
দেশ সেরা এই দুই ক্রিকেটারের লড়াই দেখতে মুখিয়ে আছে কোটি ক্রিকেট প্রেমী। সাথে রয়েছে রোমাঞ্চকর গেইল-ম্যাককালাম-আফ্রিদিদের বিগ হিটের লড়াই। এমন রোমাঞ্চকর লড়াই শুরুর আগে মিরপুর শেরে বাংলায় চলছে শেষ সময়ের প্রস্তুতি।
মূল উইকেট চট দিয়ে ঢাকা থাকলেও মাঠ পরিচর্যাকারীরা আউটফিল্ডসহ মাঠের বাকি অংশে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। কাজ চলছে উইকেটের পাশের অংশেষও। গ্যালারিসহ বিভিন্ন জায়গা স্পন্সরদের স্টিকার-প্ল্যাকার্ড লাগানোর কাজও প্রায় শেষ।
এদিকে মাঠের নিরাপত্তার জন্য দেখা গেছে র্যাবের বিশেষ ডগ স্কোয়াড। দেখা গেল, নিরাপত্তা কর্মীরা পুরো মাঠ ও গ্যালারিতে একদফা তল্লাশী চালিয়েছেন। বোঝাই যাচ্ছে, বিপিএল ফাইনাল ঘিরে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীয়ও বেশ সরব।
বিপিএলের গত চার আসরের টানা তিনবারই শিরোপা জিতেছে মাশরাফি বিন মর্তুজা। এর মধ্যে দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে। আরেকবার (২০১৫ সালে) মাশরাফি শিরোপা জিতিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। একই সঙ্গে এবার নিয়ে পাঁচ আসরের মধ্যে চারবারই ফাইনালে খেলছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তবে সাকিব আল হাসানও কম যান না। তিনিও এবার নিয়ে তৃতীয়বারের মতো বিপিএলের ফাইনাল খেলছেন। গতবার তার হাতেই উঠেছিল বিপিএলের শিরোপা। ফলে বর্তমান চ্যাম্পিয়নও বাংলাদেশের নতুন টেস্ট ক্যাপ্টেন। সাকিবের জন্য বাড়তি অনুপ্রেরণা হতে পারে গত আসরের ফাইনাল। এর আগে একবার বিপিএলের ফাইনালে সতীর্থ ছিলেন সাকিব এবং মাশরাফি। এবারই প্রথম শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছেন দেশের দুই সেরা ক্রিকেটার।
শুরু থেকে রংপুরের জন্য টুর্নামেন্টটা খুব একটা ভালো না হলেও, শেষ চারে এসেই নিজেদের মেলে ধরতে শুরু করে মাশরাফি বিন মর্তুজারা। দলটির দুই হার্ডহিটার ব্যাটসম্যান ক্রিস গেইল এবং ব্রেন্ডন ম্যাককালামও ছন্দে ফিরেছেন শেষ চারে এসে। এই দু'জনের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে প্রথমবারের মতো বিপিএলের ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্সের প্রথমবারের মতো ফাইনালে যাওয়ার প্রধান কৃতিত্ব অবশ্যই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। অসাধারণ নেতৃত্ব দিয়েই বলতে গেলে খাদের কিনারা থেকে দলটিকে ফাইনালে তুলে আনেন তিনি। ফলে এবারও মাশরাফির হাতে বিপিএল শিরোপা উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না। ভক্তরাও মাশরাফির হাতেই দেখতে চান বিপিএলের শিরোপা। কারণ তার যে রয়েছে, বিপিএলের সর্বোচ্চ ট্রফি জেতার কৃতিত্ব!
অন্যদিকে সদ্যই টেস্ট অধিনায়কত্ব পাওয়া সাকিব আল হাসান পুরো আসর জুড়েই খেলেছেন দুর্দান্ত। উইকেট শিকারে তিনি সবার ওপরে (২১টি)। তার ওপর পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো করেছে তার দল। গতবারেরও চ্যাম্পিয়নও তারা। ফলে শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী ঢাকাও।
সমীকরণ বা হিসেব যাই বলুক না কেন। দর্শকরা চান শেষ পর্যন্ত একটি প্রতিযোগিতামূলক ফাইনাল খেলাই হোক।
এমএএন/আইএইচএস/আরআইপি