ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দলের পারফরম্যান্সে গর্বিত তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৮ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

গ্রুপ পর্ব শেষ করেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই। তাই কুমিল্লার সামনে দুটি সুযোগ ছিল ফাইনাল খেলার। ঢাকার পর হেরে গেছে রংপুরের কাছেও। ফাইনালে না খেলতে পারলেও টুর্নামেন্টে দলের পারফরম্যান্সে গর্বিত কুমিল্লার এই অধিনায়ক।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘পুরো টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। স্রেফ নক আউট পর্বে দুটি বাজে ম্যাচ খেলায় আমরা ছিটকে গেছি।আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি। আমার দল নিয়ে আমি গর্বিত।’

গ্রুপ পর্বে দুর্দান্ত খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে শেষ চারে জায়গা করে নেয় কুমিল্লা। তবে প্রথম কোয়ালিফায়ারে ঢাকা ডায়নামাইটসের কাছে হারলেও সুযোগ ছিল দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে জিতে ফাইনাল খেলার। সে ম্যাচেও হেরে যায় তামিমের দল। তবে পুরো টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি তামিম।

তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটাররা ভালো পারফর্ম করেছে। মেহেদি, সাইফ উদ্দিন ভালো খেলেছে। সব মিলিয়ে আমি খুশি। অবশ্যই আমাদের লক্ষ্য ছিল ফাইনাল খেলা, চ্যাম্পিয়ন হওয়া। সেটি হয়নি। আজকে আমরা পারফর্ম করতে পারিনি।’

এমআর/আরআইপি

আরও পড়ুন