রংপুর-কুমিল্লাকে সমানই মনে করছেন সুজন
ঢাকা ডাইনামাইটস যখন বিসিবি মাঠে অনুশীলনে আসে, তখন দুপুর। কিন্তু তখনও তারা জানেন না আগামীকাল (মঙ্গলবার) পঞ্চম বিপিএলে ফাইনালে তাদের প্রতিপক্ষ কে! তবে ঢাকার কোচ সুজন মনে করেন, রংপুর রাইডার্স কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেই প্রতিপক্ষ হোক আলাদা ক্রিকেট খেলতে হবে না।
দুই পতিপক্ষই পরিচিত বলে জানান খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ' হ্যাঁ, প্রতিপক্ষ দুইটাই পরিচিত। যে আসুক দুইটাই শক্ত দল, এ মুহূর্তে দুই দলই ভালো খেলছে। যে ভালো খেলবে সেই আশা করি জিতবে। আমরা যে কাউকেই আসলে আশা করি। ব্যাপারটা এমন না যে দুই দলের সঙ্গে দুই রকম ক্রিকেট খেলতে হয়। আমরা যে কারও সঙ্গে খেলতে পেরে খুশি।'
চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্যই দল গঠন করা হয়েছে বলেও জানান ঢাকা দলের এ অভিজ্ঞ কোচ। তিনি বলেন, 'ঢাকা যখন দল বানায়, কাগজে কলমে সেরা ছিল। মাঠে আমরা এ মুহূর্তে সেরা, যেহেতু আগে ফাইনালে উঠেছি সেরা বলতেই হবে। তো দলটা বানানো হয়েছিল চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য। আমাদের দলের মধ্যে সেই বারুদও আছে।'
দলের ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থাও আছে খালেদ মাহমুদ সুজনের। তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে স্পেশালিস্টদের কথা যদি বলি; পোলার্ড, নারিন, লুইস, আফ্রিদি, সাকিব অনেক আছে ম্যাচ উইনার। সবাই তাদের প্রমাণ রেখেছে। আমাদের খারাপ দিনে সাকিব দারুণ করেছে, রংপুরের সঙ্গে ব্যাট-বল দুই জায়গাতেই দারুণ ছিল। আমি বিশ্বাস করি, আমরা ফাইনাল জেতার সামর্থ্য রাখি। আমরা এটার দাবিদারও।'
এমএএন/এমএমআর/আরআইপি