ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

'সাকিবের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন আসবে'

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব হারিয়েছেন মুশফিকুর রহীম। নতুন অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবকে অবশ্য নতুন অধিনায়ক বলা ভুল। এর আগেও বাংলাদেশের টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বলা যায়, এবার নেতৃত্বটা দেবেন নতুন করে, পরিণত মস্তিষ্ক নিয়ে।

সাকিবের ক্রিকেট মেধা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। টেস্টের নেতৃত্ব হারিয়েছিলেন প্রায় ছয় বছর আগে। এ ছয় বছরে সাকিবের মন-মানসিকতায় অনেকটাই পরিবর্তন এসেছে, মনে করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং ঢাকা ডায়নামাইটসের কোচ খালেদ মাহমুদ সুজন।

নতুন করে নেতৃত্ব পাওয়া সাকিব বাংলাদেশের ক্রিকেটে পরিবর্তন আনতে পারবেন, বিশ্বাস সুজনের। সাকিবকে নিয়ে তিনি বলেন, 'ওর অনেক পরিবর্তন এসেছে, এটা বিশাল। ছয় বছরে অনেক কিছুই চেঞ্জ এসেছে। ক্রিকেটার হিসেবে ওকে অন্যভাবেই দেখি। ও অনেক কিছু জানে, গেম সেন্স আছে। সিচুয়েশন বুঝে ভালো। এখন বয়সও হয়েছে, আগের চেয়ে অনেক পরিণত। আমার মনে হয়, তার অধিনায়কত্ব দিয়ে বাংলাদেশ ক্রিকেটে সে একটা পরিবর্তন আনবে।'

পরিসংখ্যানের বিচারে মুশফিকুর রহীম বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। অথচ দক্ষিণ আফ্রিকা সফরে দলের ব্যর্থতার প্রায় পুরো দায়টাই পড়েছে তার কাঁধে। খেলোয়াড় মুশফিককে অবশ্য প্রশংসাতেই ভাসালেন সুজন। তিনি বলেন, 'মুশফিক আমাদের জন্য দারুণ একজন ক্রিকেটার। সে দারুণ খেলোয়াড়। সে আমাদের জন্য ব্যাটিং স্তম্ভ, আমরা সব সময় বলি মুশফিক দুর্দান্ত। এটাতে আমরা দ্বিমত করি না।'

তবে অধিনায়কের মাঠ এবং মাঠের বাইরে দুই ক্ষেত্রেই সমান প্রভাব রাখতে হয়, মনে করছেন সুজন। এ নিয়ে তিনি বলেন, 'ক্রিকেটে কথা আছে, অন অ্যাণ্ড অফ দ্য ফিল্ড। আমার মনে হয় বিসিবির এটা মাথায় আছে। এরকম পারফরম্যান্সের একজন অধিনায়ককে বাদ দেওয়া হলো কিনা সেটা নিয়ে তর্ক থাকবেই। তবে আমার মনে হয় বোল্ড ডিসিশন নিতে হয়, যেটা বাংলাদেশ দলকে সাহায্য করবে।'

দক্ষিণ আফ্রিকায় টস থেকে শুরু করে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে মুশফিকের মন্তব্য বিসিবি ভালোভাবে নেয়নি। এ বিষয়গুলো একজন অধিনায়কের ভালোভাবে সামাল দেয়ার দায়িত্ব ছিল, মনে করছেন সুজন, 'দক্ষিণ আফ্রিকার কিছু সিদ্ধান্ত খুবই বিতর্কিত, যেটা আমি মনে করি না বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো কিছু হয়েছে। যেটাতে অনেকগুলা যদি বা কিন্তু ছিল । কিন্তু বাংলাদেশ কেন টসে জিতে ব্যাটিং বা বোলিং করবে, সেটা নিয়ে এরকম দ্বিধা থাকতে পারে না। এটা পরিষ্কার থাকতে হবে। আমি সব সময় বলি মাঠের পারফরম্যান্স সবকিছু না। অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন্সি খুবই গুরুত্বপূর্ণ।'

এমএমআর/আইআই

আরও পড়ুন