বিপিএলের উন্নতিতে চেষ্টা করছে গর্ভনিং কাউন্সিল : সুজন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনাল শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি। নানা অভিযোগ আর ভাল দিক নিয়েই শেষ দিকে এসে পড়েছে এই লিগটি। তবে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন মনে করেন, বিপিএলের উন্নতির জন্য গভর্নিং কাউন্সিলও অনেক চেষ্টা করছেন।
আজ (সোমবার) ঢাকা ডাইনামাইটসের অনুশীলনের আগে এ কথা বলেন সুজন। তিনি লিগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, 'গভর্নিং কাউন্সিলও চেষ্টা করছে। একটা টুর্নামেন্ট এভাবে চালানো কিন্তু চাট্টিখানি কথা না। একটা মাঠে দুইটা করে খেলা হয়। আমরা আইপিএলের কথা চিন্তা করি, এক ভেন্যুতে একটা খেলা হয়। সবকিছু মিলে এটা কঠিন।'
সমালোচনা না করে সবকিছুকে ইতিবাচক ভাবে দেখার কথাও বলেন বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, 'আমি অজুহাত দেব না, কিন্তু এখনো আমরা শেখার পর্যায়ে আছি। সবকিছু আমাদের ইতিবাচকভাবে নিতে হবে। দিন শেষে এটা বাংলাদেশের জন্য বড় একটা টুর্নামেন্ট। সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সবার দায়িত্ব। '
আগের বিপিএলের চেয়ে এবার মান বেড়েছে বলেও দাবি করেন তিনি। তার মতে, 'আমরা সবাই তো শিখছি (জোর দিয়ে)। গত বিপিএল থেকে এই বিপিএলে খেলার মান বেড়েছে, সবাই বলছি। স্থানীয়দের পারফরম্যান্স নিয়ে কথা হয়েছে। বোলারদের ক্ষেত্রে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে আছে। নারিন, আফ্রিদিরা থাকার পরও সাকিব কিন্তু সর্বোচ্চ উইকেটশিকারি।'
এমএএন/এমএমআর/পিআর