মাঠে গড়ালো কুমিল্লা-রংপুর ম্যাচের বাকি অংশ
যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু। বৃষ্টির কারণে রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে আজ। সন্ধ্যা ছয়টায় মাঠে গড়িয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটির বাকি অংশ।
আগের দিন ১ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাটিংয়ে ছিল রংপুর রাইডার্স। রোববার ক্রিস গেইল মাত্র ৩ রানে আউট হয়ে যাওয়াও উইকেটে থাকা জনসন চার্লস আর ব্রেন্ডন ম্যাককালাম আজ খেলা শুরু করেন।
আজ এ দুই দলের মধ্যে যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর বিজয়ী দল খেলবে ফাইনালে নাম লেখানো সাকিব আল হাসানের ঢাকা ডায়মাইটসের বিপক্ষে।
আজও বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে কপাল পুড়বে রংপুরের। পয়েন্ট আর রানরেটে এগিয়ে থাকার সুবাদে ফাইনালে চলে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এমএমআর/আরআইপি