কোচের পারিশ্রমিক নিয়ে চলছে দর কষাকষি!
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে হাথুরু অধ্যায় শেষ। নতুন কোচের খোঁজে বিসিবি। এরই ধারাবাহিকতায় দু'জন কোচ এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন। তবে একজনের সঙ্গে তার পারিশ্রমিক আর জয়েন করার সময় নিয়েই বিসিবির কথা চলছে। এমনটাই সাংবাদিকদের জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন।
আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে পাপন বলেন, 'এ বোর্ড মিটিং এর পরে আমরা আরও শর্ট লিস্টেড হয়ে গিয়েছি। শুধু নতুন যে দু'জন আজকে দিয়েছে। আরেকজন যার সঙ্গে মোটামুটি সবই ঠিক হয়ে গেছে। তার পারিশ্রমিক এবং কবে জয়েন করতে পারবে সেই জিনিসটা যতক্ষণ নিশ্চিত না হবে। সেটার জন্য আমাদের আরও কয়েকটা দিন সময় লাগতে পারে।'
নতুন কোচের ব্যাপারে অনেকটাই সিদ্ধান্ত হয়ে গেছে, এমনটা জানিয়ে পাপন বলেন, 'আপনারা জানেন যে, আজ আমাদের বোর্ড সভা ছিল। নিয়মিত রুটিন ইস্যুর বাইরেও কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেছি। কিছু ব্যাপারে আমরা সিদ্ধান্তও নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা ছিল কোচ।'
তবে এর মধ্যেও নাকি আরও নতুন দু'জন টাইগারদের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্পর্কে পাপন বলেন, 'আমরা এতদিন যতজনের সঙ্গে কথা বলেছি, রিচার্ড পাইবাস এসেছিলেন এবং আজকেও ফিল সিমন্স প্রেজেন্টেশন দিয়েছেন; সেটা সবাই দেখেছেন। এছাড়াও সবচেয়ে আশ্চর্যের বিষয় এ যে, আজকেও দুটি বায়োডাটা এসেছে। তারা আগ্রহ জানিয়েছেন এবং তারা ভালো লেভেলের।'
নতুন যারা সিভি দিয়েছেন, তাদের কোচ হিসেবে না রাখলেও অন্য কোনো ভূমিকায় যুক্ত করা যায় কি-না, সে পরিকল্পনা আছে বিসিবির। পাপন বলেন, 'হয়তো হেড কোচ না হলেও কোনো না কোনোভাবে তাদেরকে আমরা আনতে পারি। গতকালকেও দুটো বায়োডাটা পেয়েছি। কাজেই আমরা রেসপন্স পাচ্ছি। আমরা পুরোটাই আজকে বোর্ডে আপডেট করেছি। অনেকের শর্তের সঙ্গে মিলে না, অনেকের সময়ের সঙ্গে মিলে না। এ জিনিসগুলো যাচাই করে শর্ট লিস্টেড নাম বোর্ডের কাছে এসেছে। '
২৭ তারিখের মধ্যে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে বলেও জানান বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ এ ব্যক্তি। তিনি বলেন, 'আমরা যেটা ঠিক করেছি, আমাদের আগামী সিরিজের আগে ক্যাম্প শুরু হবে ২৭ তারিখের দিকে। কিছু দিন তো আমাদের সামনে সময় আছেই। তাই আপাতত এখনই সিদ্ধান্ত না নিয়ে আমরা শর্টলিস্টেই রেখেছি। এবং বাকিদের সঙ্গে কথা বলে খুব শীঘ্রই, কয়েকদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে চলে আসব। এই হল কোচ ইস্যুর আপডেট।'
এমএএন/এমএমআর/আরআইপি