ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বৃষ্টিতে বন্ধ কুমিল্লা-রংপুরের খেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

দু'দিন ধরেই বৃষ্টি হচ্ছে। খেলা শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না সে সংশয় ছিল। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্সের ম্যাচটি অবশ্য সময়মতই শুরু হয়। তবে ৭ ওভার হওয়ার পর বৃষ্টি বাধায় পড়েছে ম্যাচটি। রংপুর ১ উইকেটে ৫৫ রান তুলেছে।

ফাইনালে উঠার লড়াই কোয়ালিফায়ার টু-তে টসে জিতে ফিল্ডিং বেছে নিয়েছে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে প্রথমে ব্যাট করতে নেমেছে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্স।

তবে আগের ম্যাচে তান্ডব দেখানো ক্রিস গেইল শুরুতেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন। খুঁড়িয়ে খুঁড়িয়ে বেশিদূর এগুতে পারেননি ক্যারিবিয় ব্যাটিং দানব। মাত্র ৩ রান করে মেহেদী হাসানের শিকার হন তিনি।

আরেক ওপেনার জনসন চার্লস অবশ্য চালিয়েই খেলছেন। ২৬ বলে ৪টি করে চার-ছয়ে ৪৬ রানে অপরাজিত আছেন তিনি। ৪ রান নিয়ে ব্যাট করছেন ব্রেন্ডন ম্যাককালাম।

আজ এ দুই দলের মধ্যে যারা হারবে, তারা টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। আর বিজয়ী দল খেলবে ফাইনালে নাম লেখানো সাকিব আল হাসানের ঢাকা ডায়মাইটসের বিপক্ষে।

বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে কপাল পুড়বে রংপুরের। পয়েন্ট আর রানরেটে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এমএমআর/আরআইপি

আরও পড়ুন