বিপর্যয়ে ভারতের হাল ধরলেন ধোনি
২৯ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের শঙ্কা জেগেছিল সর্বনিম্ন রানের স্কোরের। তবে ঠিক সময় ব্যাট হাতে জ্বলে উঠলেন দলটির সাবেক অধিনায়ক ধোনি। তার ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে স্বাগতিকরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ৮০ রান। ধোনি ৩৭ রান নিয়ে ব্যাট করছেন।
ধর্মশালায় সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। কোন রান করার আগেই সাজঘরে ফেরেন ধাওয়ান। ২ রান করে আউট হন কোহলির পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করা রোহিত শর্মা।
এক পর্যায়ে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯ ওভারে ২৯ রান তুলতেই ৭ উইকেট হারায় ভারতীয় দল। শঙ্কায় পড়ে সর্বনিম্ন ৩৫ রানের আগে অল আউটের। তবে অষ্টম উইকেটে কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে ৪১ রানের জুটি গড়েন ধোনি। যাদব ১৯ রান করে ফিরলে বুমরাকে নিয়ে বিপর্যয় সামলাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি।
পেসার সুরঙ্গা লাকমল টানা ১০ ওভার বোলিং করে ৪ উইকেট নিয়েছেন মাত্র ১৩ রানে। অ্যাঞ্জেলো ম্যাথুস নিয়েছেন ১টি আর ২টি উইকেট পেয়েছেন নুয়ান প্রদীপ।
এমআর/আইআই