ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মাশরাফির বিপক্ষে দ্বিতীয় স্থানের লড়াই সাকিবের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০১ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পঞ্চম আসর প্রায় শেষ হতে চললো। গ্রুপ পর্বের জমজমাট শেষ হয়ে এসেছে। আজই মাঠে গড়াবে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ। এরপর কোয়ালিফায়ারের লড়াই। ১২ ডিসেম্বর মেগা ফাইনাল। শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে কোন দুটি দল? জানা যাবে ৮ এবং ১০ই ডিসেম্বর।

তার আগে এখনও কিছু হিসেব-নিকেশের লড়াই বাকি রয়ে গিয়েছে। শেষ চারের ফরম্যাট যেহেতু সেমিফাইনালের মত নয়, আইপিএলের আদলে কোয়ালিফায়ার এবং ইলিমিনেটর রাউন্ডের খেলা হবে, সে ক্ষেত্রে গ্রুপ পর্ব থেকে শীর্ষে থাকা দুই দল নকআউটে যে সুবিধা পাবে, পরের দুই দল সে সুবিধা পাবে না।

এ কারণেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দুটি দখলের লড়াই চলতে থাকে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে। আগেই নিশ্চিত হয়ে গিয়েছে, শেষ চারে খেলবে কোন চারটি দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স এবং রংপুর রাইডার্স। এর মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শীর্ষস্থান নিশ্চিত হয়েই আছে। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৬। ১২ ম্যাচ খেলে ফেলা খুলনার পয়েন্ট ১৫। ১১ ম্যাচ খেলা ঢাকার পয়েন্ট ১৩। শেষ ম্যাচটি তারা জিতলেও পয়েণ্ট হবে ১৫। সুতরাং, কুমিল্লাকে পেছনে ফেলা তো দুরে থাক, ছোঁয়ারও সাধ্য নেই ঢাকা-খুলনার।

শীর্ষস্থান যেহতু ধরা-ছোঁয়ার বাইরে, সে কারণে দ্বিতীয় স্থানটিই লক্ষ্য বাকি তিন দলের। কিন্তু গতকাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দেয়ার কারণে খুলনার পয়েন্ট যেহেতু ১৫ হয়ে গেছে, সে কারণে আর রংপুরের দ্বিতীয় হওয়ার কোনো সুযোগ নেই। ১১ ম্যাচ শেষে যে তাদের পয়েন্ট ১২! শেষ ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ১৪। সুতরাং, খুলনার পেছনেই থাকতে হচ্ছে তাদেরকে- তৃতীয় হয়ে।

তবে ঢাকার সামনে সুযোগ রয়েছে দ্বিতীয় স্থানটি দখল করার। ১১ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ১৩। শেষ ম্যাচটি আজ রংপুর রাইডার্সের বিপক্ষে। এই ম্যাচে ঢাকা জিতলে তাদের পয়েন্ট হবে ১৫। খুলনা এবং ঢাকা- দুই দলেরই পয়েন্ট হয়ে যাবে সমান সমান। এ ক্ষেত্রে স্থান নির্ধারণের মাপকাঠি দাঁড়াবে রান রেট। এখনই রান রেটের হিসেবে ঢাকাই এগিয়ে। তাদের রান রেট হচ্ছে ১.৫৮৭। আর খুলনার রান রেট হচ্ছে ০.০৭৫। শেষ ম্যাচটি ঢাকা জিতলে তাদের রান রেটে খুব বেশি হের-ফের হবে না। সে ক্ষেত্রে দ্বিতীয় স্থানে উঠে যাবে ঢাকা ডায়নামাইটসই।

দ্বিতীয় স্থান দখল করার লড়াইয়ে আজ সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্সের। দু’দলের প্রথমবার মুখোমুখি হওয়া ম্যাচটি ছিল বেশ শ্বাসরূদ্ধকর। একেবারে শেষ বলে এসে জিতেছে রংপুর। থিসারা পেরেরার বিধ্বংসী বোলিংয়ের সামনে কাইরন পোলার্ড বোল্ড হওয়ার পরই রংপুর ম্যাচটি জিতে যায়।

রংপুর শিবিরে সেই থিসারা পেরেরা এখন আর নেই। দলটিতে ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালামসহ অনেক বড় বড় নাম থাকলেও কেন যেন ক্লিক করতে পারছে না তারা। এ কারণে, কাঙ্খিত সাফল্যও আসছে তাদের। আজ ঢাকার বিপক্ষে গেইল-ম্যাককালামরা কী করেন সেটাই দেখার বিষয়। অন্যদিকে ঢাকা রয়েছে দারুণ ফর্মে। প্রতিটি ম্যাচেই তাদের কোনো না কোনো ব্যাটসম্যান কিংবা বোলার নায়ক হয়ে যাচ্ছেন। এভিন লুইস, কাইরন পোলার্ড, আফ্রিদি, ডেলপোর্ট, সাকিব- সবাই ফর্মে। সুতরাং, ঢাকারও জয়ের সম্ভাবনা প্রচুর। আজ নিদের প্রথম (দুপুর ১টায় শুরু) ম্যাচ শেষেই বোঝা যাবে, ভাগ্য কার পক্ষে ছিল আজ।

আইএইচএস/আইআই

আরও পড়ুন