ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বমিও করেছেন লঙ্কান খেলোয়াড়রা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৭

দিল্লির বায়ুদূষণ রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছিল শ্রীলঙ্কার খেলোয়াড়দের। মাঠে তারা মাস্ক পড়ে খেলেছেন। দম বন্ধ হয়ে আসায় ফিজিওর সাহায্য নিয়েছেন। তারপরও কিছুটা বিরতি দিয়ে খেলা চলেছে। তবে মাঠের বাইরে গিয়ে অবস্থা আরও খারাপ হয়ে যায় লঙ্কানদের। দলটির ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস জানালেন, ড্রেসিংরুমে ফিরে বমিও করেছেন তার দলের কয়েকজন।

দ্বিতীয় দিনের খেলা শেষে অনেকটাই এগিয়ে আছে ভারত। প্রথম ইনিংসে তাদের ৭ উইকেটে ৫৩৬ রানের জবাবে ৩ উইকেটে ১৩১ রান তুলেছে শ্রীলঙ্কা। তবে পুরোটা দিন যেমন অস্বস্তিতে কেটেছে, তাতে ম্যাচে আরও খারাপ অবস্থায় থাকতে পারতো সফরকারিরা।

দিনশেষে সংবাদ সম্মেলনে এসে লঙ্কান কোচ নিক পোথাস বলেছেন, 'আমরা সবাই জানি, দিল্লিতে উচ্চমাত্রার দূষণ ঘটে। একটা সময়ে এটা একটু বেশিই হয়। আমাদের খেলোয়াড়রা মাঠ থেকে ফিরে বমি করেছে। ড্রেসিংরুমে অক্সিজেন দরকার হয়েছে তাদের।'

সফরকারি দলের জন্য এভাবে একটি ম্যাচ খেলা কঠিন, উল্লেখ করতে ভুল করলেন না পোথাস। তিনি বলেন, 'খেলার সময় এমন পরিস্থিতিতে পড়া স্বাভাবিক ব্যাপার নয়। আমাদের দিক থেকে আমরা জানিয়েছি, এটা খুব খুবই বিরল ঘটনা।'

এমএমআর/জেআইএম

আরও পড়ুন