ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএল খেলে লঙ্কান অধিনায়ক হলেন পেরেরা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৫৪ এএম, ২৯ নভেম্বর ২০১৭

বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে ব্যাট ও বল হাতে ছিলেন দুর্দান্ত। ঢাকা ও চট্টগ্রামের বিপক্ষে জয়ে রাখেন প্রত্যক্ষ ভূমিকা। বিপিএলের এমন পারফর্মেন্সে এবার শ্রীলঙ্কা দলের সীমিত ওভারের অধিনায়ক হলেন থিসারা পেরেরা।

টেস্ট সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দিবেন থিসারা পেরেরা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড বিষয়টি জানিয়েছে।

সাঙ্গাকারা-মাহেলাদের অবসরের পর তরুণ দল গড়ে শ্রীলঙ্কা। তবে এ দলটি দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের বিপক্ষে পায় ওয়ানডে সিরিজ হারের লজ্জা। এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে উপুল থারাঙ্গার পরিবর্তে লঙ্কান দলে অধিনায়কের দায়িত্ব পেলেন থিসারা।

উপুল থারাঙ্গার অধীনের চলতি বছরটিতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেছে শ্রীলঙ্কা। এর আগে চলতি বছরের জুলাইতে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যাঞ্জেলো ম্যাথুস। ২০১৯ বিশ্বকাপের আগে নিজেদের আবার শক্তিশালী দল হিসেবে গড়ার লক্ষ্যেই থিসারা পেরেরাকে পছন্দ শ্রীলঙ্কা বোর্ড কর্মকর্তাদের।

এমআর/আরআইপি

আরও পড়ুন