কুমিল্লার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে খুলনা
এরই মধ্যে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছেন খুলনা টাইটান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আজকের ম্যাচ জিতে গেলে সুপার ফোর পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে দলটির। এমন হিসেবের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্স।
কুমিল্লার জন্য আজকের ম্যাচটিতে জয় খুবই জরুরি। পয়েন্ট টেবিলের তিনে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকের ম্যাচটি জিততে পারলে সুপার ফোরে এক পা দিয়ে রাখবে তামিম ইকবালের দল।
এবারের আসরে খুলনার সাথে এই প্রথম দেখা হচ্ছে কুমিল্লার। কুমিল্লাকে হারিয়ে শীর্ষ স্থানকে শক্ত করার পাশাপাশি সুপার ফোর নিশ্চিত করতে চায় খুলনা। আগের ম্যাচে ২১৩ রানের বিশাল স্কোর গড়ে দুর্দান্ত জয়ে অনেকটাই নির্ভার রয়েছে মাহমুদউল্লাহর দল।
এমএএন/আইএইচএস/এমএস