অবশেষে বিপিএলে মোস্তাফিজ
খেলার কথা ছিল বরিশাল বুলসের হয়ে। শেষ পর্যন্ত দলটি আর খেলতেই পারেনি বিপিএলে। তাই দল পরিবর্তন করে নাম লিখিয়েছিলেন রাজশাহীতে। কিন্তু ইনজুরিতে নামতেই পারেননি বিপিএলে। তবে বিপিএলের প্রথম দুই পর্বে না পারলেও রাজশাহী কিংসের হয়ে চট্টগ্রাম পর্বে আজ (শনিবার) মাঠে ফিরলেন মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা সফরের গোড়ালির ইনজুরিতে পরে দেশে ফিরে আসেন বাংলাদেশের এই তারকা পেসার। ফলে অনিশ্চিত হয়ে পরে বিপিএলের সিলেট ও ঢাকা পর্ব। তবে গত বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধরী স্টেডিয়ামে সকাল ১১টা থেকে রাজশাহী দলের সাথে অনুশীলন করতে দেখা যায় মোস্তাফিজকে।
নেটে ৫ ওভার বোলিং করেছেন মোস্তাফিজ। অবশ্য বোলিং করার আগে রাজশাহীর ফিজিও বায়েজীদ ইসলাম পায়ে ব্যান্ডেজ করে দিয়েছিলেন, যাতে পায়ে খুব একটা চাপ না লাগে তার।
উল্লেখ্য, এর আগের বিপিএলেও কাঁধের ইনজুরির জন্য বিপিএল খেলতে পারেননি 'দ্যা ফিজ'।
এমএএন/এমআর/এমএস