ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার লড়াই

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:০১ এএম, ২৫ নভেম্বর ২০১৭

তৃতীয় দিনের শুরুতেই বিদায় নিলেন শন মার্শ। এরপর দ্রুত সাজঘরে ফিরলেন টিম পাইন ও স্টার্ক। তবে একপ্রান্ত ধরে রেখে নিজের একুশতম সেঞ্চুতি তুলে নিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। তার সেঞ্চুরির উপর ভর করেই এগিয়ে যাচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

৬৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা স্মিথ শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে। অপর প্রান্ত দিয়ে দ্রুত উইকেট পড়লেও স্মথ ছিলেন অবিচল। ক্যামিন্সকে সঙ্গে নিয়ে ৬৬ রানের জুটি করে তুলে নেন নিজের সেঞ্চুরি। ব্যক্তিগত ৯৭ রানের মাথায় স্টুয়ার্ড ব্রডের বলে মিড অফ দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। যা তার টেস্ট ক্যারিয়ারের একবিংশ সেঞ্চুরি। ২৬৩ বল খেলে ৯টি চারের সাহায্যে এই রান করেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। এর আগে ২০১৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই ক্যারিয়ার সেরা ২১৫ রানের ইনিংস খেলেছিলেন।

এদিকে ইংল্যান্ডের গড়া প্রথম ইনিংস থেকে এখনো ১৫ রানে পিছিয়ে আছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৮ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ২৮৭ রান। স্মিথ ১১৩ আর হ্যাজেলহুড ২ রান নিয়ে ব্যাট করছেন। ইংল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে করে ৩০২ রান।

এমআর/এমএস

আরও পড়ুন