টি-টোয়েন্টিতে ৫ হাজারী ক্লাবে দ্রুততম শেহজাদ
বছরের শুরুর দিকেই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবের মাইফলকে পা দিয়েছিলেন পাকিস্তানের সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক। কয়েকমাস পরই একই ক্লাবে নিজের সঙ্গী পেয়ে গেলেন তিনি। এবার ৫ হাজার রানের খাতায় নাম লেখালেন আরেক ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। শুধু, নাম লেখানোই নয়, দ্রুততম গতিতে এই মাইলফলকে নাম লেখালেন তিনি। নিজের জন্মদিনে এর চেয়ে আর বেশি কী হতে পারে শেহজাদের জন্য!
তবে এই মাইলফলক কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ঘরোয়া ক্রিকেটে। ১৮১ ইনিংস খেলে ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছালেন তিনি। শোয়েব মালিক ৫ হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন ১৮২ ইনিংস খেলে।
পাকিস্তানের দুর্দর্ষ এই ওপেনার ফর্মহীনতায় ভুগছিলেন বছরের শুরু থেকে। তবে পাকিস্তানের চলমান টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এসে দারুণ ফর্মে তিনি। গত ৬টি ইনিংসে করেছেন ২১৫ রান। যার মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। জিও টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই মাইলফলকে পৌঁছাতে পেরে নিজেকে খুবই সুখি মনে হচ্ছে এবং আরও বেশি রান করার জন্য উৎসাহিত হচ্ছি।’
আইএইচএস/এমএস