চট্টগ্রামে প্রথম টস জিতলো রংপুর
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্বের শুরুতেই পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্স মুখোমুখি হচ্ছে টেবিলের পাঁচ নম্বরে থাকা মাশরাফির রংপুর রাইডার্সের। দুই দলের মধ্যে অনুষ্ঠিত টসে জিতে রংপুর রাইডার্স ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এই আসরে আজই (শুক্রবার) প্রথমবারের মত মুখোমুখ হচ্ছে দল দুটি। এবারের আসরে মাত্র দুটি দলেই রয়েছে বিদেশি কোচ। সেই দল দুটি হচ্ছে খুলনা টাইটান্স আর রংপুর রাইডার্স। ফলে মাঠের বাইরে লড়াইটা হবে ডাগআউটেও। মাহেলা জয়াবর্ধনে আর টম মুডির কৌশলেরও।
চিটাগংয়ের দর্শকরা মুখিয়ে আছে ক্রিস গেইল-ব্রেন্ডন ম্যাককালাম ঝড় দেখার জন্য। আর অন্যদিকে মাহমুদুল্লাহ ধীর-স্থির ব্যাটিং দেখার জন্যও।
আজকের ম্যাচ জিতে খুলনা চাইবে টেবিলের প্রথম চারে নিজেদের অবস্থান আরও শক্ত করতে। রংপুরের লক্ষ্যও প্রায় অভিন্ন। ম্যাচ জিততে পারলে তারাও চলে যাসে সেরা চারে। এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৪টি জয় ও ২টি হার ও একটি ম্যাচ বাতিল হওয়ার কারণে খুলনার পয়েন্ট ৯। আর রংপুরের ৬ ম্যাচে তিন জয় ও তিন পরাজয়ে অর্জন হচ্ছে ৬ পয়েন্ট।
রংপুর রাইডার্সে এসেছে দুটি পরিবর্তন। শাহরিয়ার নাফীস এবং জিয়ারউর রহমানের পরিবর্তে দলে নেয়া হয়েছে ফজলে রাব্বি এবং নাজমুল ইসলামকে। তিনটি পরিবর্তন আনা হয়েছে খুলনা টাইটান্সে। চাডউইক ওয়ালটন, সেকুগে প্রসন্ন এবং শফিউল উসলামের পরিবর্তে তারা নিয়েছে নিকোলাস পুরান, জফরা আর্চার এবং তানভির ইসলামকে।
রংপুর রাইডার্স একাদশ : ব্রেন্ডন ম্যাককালাম, ক্রিস গেইল, মোহাম্মদ মিঠুন, রবি বোপারা, থিসারা পেরেরা, মাশরাফি বিন মর্তুজা, সোহাগ গাজী, রুবেল হোসেন, লাসিথ মালিঙ্গা, ফজলে রাব্বি, নাজমুল ইসলাম।
খুলনা টাইটান্স : মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, জুনায়েদ খান, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন ধ্রুব, জফরা আর্চার, রিলে রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), তানভির ইসলাম।
এমএএন /আইএইচএস/পিআর