ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিজেকে ভাগ্যবান ভাবছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:৪০ এএম, ২৩ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় পর্ব শুরু হচ্ছে তামিম ইকবালের শহর চট্টগ্রামে। কিন্তু এবার তিনি নেই নিজের বিভাগের দল চট্টগ্রামে। তার দল কুমিল্লার প্রতিপক্ষ চিটাগং। তারপরও নিজেকে ভাগ্যবান মনে করছেন তামিম। কারণ ঘরের মাটিতে নিজের বিভাগের বিপক্ষে তার খেলতে হবে না।

চিটাগংয়ের বিপক্ষে চিটাগংয়ে বসে খেলতে হবে না বলে বেশ খুশিই তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ভাগ্যবান, কারণ চিটাগংয়ের বিপক্ষে আমার খেলতে হচ্ছে না! তবে আমি যেহেতু এখানকার ঘরের ছেলে, সুতরাং আমি যে দলেই খেলি না কেনো, আশা করি চিটাগংয়ের মানুষের কাছ সমর্থন পাবো। আর বাংলাদেশের দর্শকদের ভালো ব্যাপার হলো, এরা ভালো ক্রিকেটটাকেই সমর্থন করে। এটা দারুণ জিনিস।'

এদিকে নিজের নতুন দল কুমিল্লা নিয়ে চ্যাম্পিয়ান ফাইটের চিন্তাই করছেন দলটির অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেন, 'দেখেন, চ্যাম্পিয়নশিপ নিয়ে সবারই ভাবনা থাকে। আমরাও ব্যতিক্রম নই। আমরা টিম করেছি, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। কিন্তু এখন থেকে চিন্তা করলে কঠিন। প্রথমে আমাদের টপ ফোরে কোয়ালিফাই করতে হবে, তারপর ফাইনালে যেতে হবে, তারপর চ্যাম্পিয়নশিপের চিন্তা। সব দলের চিন্তাই এমন। কেউ কিন্তু অন্য কারণে দল করে না।'

টানা পাঁচ জয়ে কিছুটা স্বস্তিতে কিনা?- এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে তামিম বলেন, 'এটার কোনো সুযোগই দেখি না আমি। ক্রিকেট একটা অনিশ্চিত খেলা। আমাদের প্রথম পাঁচ ম্যাচ দুর্দান্ত গেছে। পরের তিনটা ম্যাচ খারাপও হতে পারে। সুতরাং রিলাক্সেশনের কোনো সুযোগ নাই। আমাদের কোচ এই বিষয়ে খুবই স্পষ্টবাদী। আমাদের আসলে মোমেন্টামটা ধরে রাখতে হবে।'

এমএএন/এমএমআর/জেআইএম

আরও পড়ুন