ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাত ১২টা থেকে টিকিটের অপেক্ষায়

ক্রীড়া প্রতিবেদক | চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ০৫:০৩ এএম, ২৩ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা ঢাকার বাইরে হলেই গ্যালারিতে থাকে উপচে পড়া ভিড়। তারই প্রমাণ মিলেছে চিটাগং এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট বুথে। একটা টিকিটের অপেক্ষায় গতকাল (বুধবার) রাত থেকে ভিড় জমিয়েছে শত শত ক্রিকেটপ্রেমী।

বিপিএলের দুই পর্ব শেষ পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে চিটাগং ভাইকিংস। শক্তিশালী দলও গড়তে পারেনি তারা। তবুও দর্শকদের মধ্যে রয়েছে উৎসাহ-উদ্দীপনা।

শহরজুড়ে নেই বিপিএলের তেমন কোন প্রচার-প্রচারণা। নেই এম এ আজিজ স্টেডিয়াম এলাকাতেও কোন ব্যানার। কিন্তু ক্রিকেটপ্রেমীদের যেন প্রচরণা বা শক্ত দলের দরকার নেই। তারা ক্রিকেটকে ভালোবেসেই খেলা দেখতে চায়।

bpl-1

প্রথম যে ব্যক্তি টিকিট হাতে পেয়েছেন, নাম তার বোরহানউদ্দীন। গতকাল (বুধবার) রাত ১২টা থেকে টিকিটের জন্য অপেক্ষা করছিলেন।

আরেক ব্যক্তির সাথে কথা হয় জাগো নিউজের। নাম তার শাহিন। গতরাতে কুমিল্লা থেকে চিটাগং এসেছে টিকিট কিনতে। রাতভর অপেক্ষা করছে টিকিটের জন্য।

গতকাল কিছু টিকিট বিক্রি হলেও, আজ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিক্রির শুরু কথা ছিল। তবে তা শুরু হয় এক ঘণ্টা দেরিতে। একটু দেরিতে শুরু হলেও সুশৃঙ্খল ভাবেই চলছে বিক্রি।

এমএএন/এমআর/পিআর

আরও পড়ুন