ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কাউন্টারে নেই কিন্তু ব্ল্যাকে মিলছে টিকিট

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:২২ এএম, ২১ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ (মঙ্গলবার) হাই ভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে এবারের আসরের দুই শক্তিশালি দল ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়।

ম্যাচ দেখতে উৎসুক দর্শকরা সকাল থেকেই স্টেডিয়ামের কাউন্টার গুলোতে ভিড় জমাতে শুরু করেন। কিন্তু কাউন্টার গুলিতে টিকেটের হাহাকার। প্রথমে মাইকিং করা হচ্ছিলো, ইনডোরের পাশের কাউন্টারে টিকেট নেই। সবাই যেন এক নম্বর গেটের পাশের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করেন।

এক নাম্বার গেটের পাশের কাউন্টারে লাইনে দাঁড়ানোর পর দর্শকরা জানতে পারলেন ২০০ টাকার কোন টিকিট নেই। শুধু ৫০০ আর হাজার টাকার টিকেট! আধা ঘন্টা পর আবার মাইকিং শুরু হল, "আজকের ম্যাচের শুধু ২০০০ টাকার টিকেট আছে আমাদের কাছে।" হতাশ হয়ে দর্শকরা ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে জানতে কাউন্টারে কথা বললে কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত একজন নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘রংপুর আর ঢাকা, গ্যালারির সব টিকিট কিনে নিয়েছে। তাই কোন টিকিট নেই।’

jagonews24

তবে গ্যালারির আশেপাশে ঠিকই ব্ল্যাকে টিকিট বিক্রি হতে দেখা যায়। সব টিকেট ফ্রাঞ্চাইজিগুলো নিয়ে গেলেও, কিছু টিকিট সকাল থেকে বিক্রি করার থাকলেও তাও বিক্রি করেনি কাউন্টারগুলো। মাঠের ভেতরে ঢুকেও দেখা গেল, রাজশাহী-খুলনা ম্যাচে গ্যালারি প্রায় শূন্য। আর টিকিটের অভাবে কয়েক হাজার দর্শক মাঠের বাইরে অপেক্ষা করছে তীর্থের কাকের মত। একটি টিকিট পেলেই প্রিয় দলের খেলা দেখবে বলে!

এমএএন/এমআর/আরআইপি

আরও পড়ুন