ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ডিআরএসে জোচ্চুরির অভিযোগ অস্বীকার শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

ক'দিন আগে ভারত সফরে একই কাণ্ড ঘটিয়ে সমালোচিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহারের সময় ড্রেসিংরুমের দিকে তাকানোয় তার বিরুদ্ধে আঙুল তুলেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

এবার একই রকম অভিযোগ উঠল শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিলরুয়ান পেরেরার বিরুদ্ধে। কলকাতা টেস্টের তৃতীয় দিনে নাকি আউট হওয়ার পর ড্রেসিংরুমের দিকে তাকিয়ে রিভিউ নিয়েছেন তিনি। তবে শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) এমন অভিযোগ উড়িয়েই দিয়েছে। তাদের দাবি, সাহায্য নয়, রিভিউ আছে কি না; সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন পেরেরা।

লঙ্কান ইনিংসের ৫৭ তম ওভারের ঘটনা। মোহাম্মদ শামির বলে দিলরুয়ান পেরেরাকে এলবিডব্লিউ দেন অন ফিল্ড আম্পায়ার নাইজেল লং। এমন সিদ্ধান্তের পর প্রথমে সঙ্গী রঙ্গনা হেরাথের দিকে তাকান পেরেরা, এরপর ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন। ড্রেসিংরুমের দিকে চোখ পড়তেই আবার ফিরে এসে রিভিউ চেয়ে বসেন তিনি।

রিভিউটা ভীষণ কাজেও দেয় শ্রীলঙ্কার। রিপ্লেতে দেখা যায়, অফস্ট্যাম্প মিস করে গেছে বল। ফলে বাধ্য হয়ে আম্পায়ারকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়। এরপর থেকেই এই আউট নিয়ে শুরু বিতর্ক। তবে লঙ্কান ক্রিকেট বলছে, ড্রেসিংরুম থেকে কোনো সাহায্য নিয়ে নয়, মাঠে রঙ্গনা হেরাথই আম্পায়ারের কাছ থেকে রিভিউ আছে জানতে পেরে ডাকেন পেরেরাকে।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন