ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাফিজকে বোলিং ছাড়ার পরামর্শ ওয়াসিম আকরামের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৯ নভেম্বর ২০১৭

বোলিং করতে এসে বারবার নিষিদ্ধ হচ্ছেন। তিন বছরের মধ্যে তৃতীয়বারের মতো মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। পাকিস্তানি এ অলরাউন্ডারকে এবার বোলিং ছাড়ারই পরামর্শ দিলেন দেশটির কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম।

ওয়াসিম আকরাম মনে করছেন, বোলিংয়ের চিন্তা ছেড়ে এখন ব্যাটিংয়ে মনোনিবেশ করা উচিত হাফিজের। তাতেই নিজের ক্যারিয়ারটা এ অলরাউন্ডার বড় করতে পারবেন। আকরাম বলেন, 'আমার মনে হয় হাফিজের এখন বোলিং ছেড়ে দেয়া উচিত। পরিশ্রম আর মনোযোগ বাড়ানো উচিত ব্যাটিংয়ে।'

'সুলতান অব সুইং'খ্যাত পাকিস্তানের সাবেক এ পেসার মনে করছেন, হাফিজের আরও আগেই নিজের বোলিংটা ছেড়ে দেয়ার ব্যাপারে ভাবা উচিত ছিল।

কিন্তু আইসিসির কাছ থেকে ছাড়পত্র নিয়েই তো বারবার বোলিংয়ে ফিরছেন হাফিজ। তবে কেন আবার নিষিদ্ধও হচ্ছেন। এ সম্পর্কে আকরামের মতো, 'আমার মনে হয়, হাফিজ বুঝতে পারছে না, ম্যাচে তাকে অনেক বোলিং করতে হয়। যখন সে অনেক বেশি বোলিং করে, স্বভাবতই ক্লান্ত হয়ে যায়। আমার মনে হয়, তখন তার কনুই আইসিসি অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি ভাঙে।'

এমএমআর/আরআইপি

আরও পড়ুন