ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফিফের মতো নিজেকে মেলে ধরতে চান সাইফ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:১১ এএম, ১৯ নভেম্বর ২০১৭

বিপিএলের গত আসরের শেষ দিকে হঠাৎই একটি গেম খেলে বসলো রাজশাহী কিংস। তরুণ, অচেনা এক ক্রিকেটারকে নামিয়ে দিলো মাঠে। তখনও তাদের শেষ চার নিশ্চিত করা বাকি। সেই তরুণ ক্রিকেটার হলেন, অনূর্ধ্ব-১৯ দলে খেলা আফিফ হোসেন ধ্রুব। অনূর্ধ্ব-১৯ দলে ধ্রুব খেলেন মূলতঃ ব্যাটসম্যান হিসেবে। কালে-ভদ্রে অফ স্পিন করে থাকেন।

কিন্তু রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি বল তুলে দিলেন ধ্রুবর হাতে। অচেনা-আনকোরা ধ্রুবর অফ স্পিনে নাকাল ঢাকা ডায়নামাইটস। ৪ ওভারে ২১ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছিলেন ধ্রুব। রাজশাহী ম্যাচ জিতে নিল ৬ উইকেটের ব্যবধানে। নিজেকে প্রথম ম্যাচেই প্রমাণ করলেন আফিফ হোসেন ধ্রুব। ওই ম্যাচের পরই তাকে নিয়ে হই চই।

বিপিএলেই নয় শুধু, অনূর্ধ্ব-১৯ দলের হয়েও নিজেকে শুধুই মেলে ধরছেন খুলনার এই যুবা। এবার তিনি নাম লিখিয়েছেন খুলনা টাইটান্সে। তার সঙ্গে খুলনায় রয়েছেন আফিফেরই অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান। দু’জনই বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের হয়ে সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপে খেলে এসেছেন। মালয়েশিয়া থেকে ফিরে আসার পর এবার তাদের নজর বিপিএলে। দেশে ফিরেই তারা যোগ দিয়েছেন খুলনা টাইটান্সের ক্যাম্পে।

আজ দলের সঙ্গে অনুশীলনে এসে মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সাইফ হাসান। অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসানের কাছে বিপিএলের লক্ষ্য সম্পর্কে জানতে চাওয়া হলে, খুব সহজেই একটা উদাহরণ দিয়ে উত্তরটা দিয়ে দিলেন তিনি। আফিফ হোসেনের উদাহরণ টেনে তিনি বললেন, ‘অবশ্যই নিজেকে মেলে ধরার চমৎকার একটা প্ল্যাটফর্ম বিপিএল। গত বছর আফিফ নিজেকে খুব ভালভাবে মেলে ধরতে পেরেছিলেন (আমিও তেমন কিছু করতে চাই)। এখানে সবচেয়ে ভাল ব্যাপার নিজেকে খুব ভালভাবে মেলে ধরা যায় খুব ভাল। সুযোগ পেলে অবশ্যই কাজে লাগাব।’

সাইফ হাসানের ইচ্ছা, যুব এশিয়া কাপে যে পারফরম্যান্স তাদের ছিল, সেই ধারাবাহিকতাই বিপিএলে ধরে রাখতে চান। তিনি বলেন, ‘বিপিএলে অবশ্যই পারফম করার চেষ্টা করবো। ওখানে (যুব এশিয়া কাপে) যে পারফরম্যান্স হয়েছে, সেটা ধরে রাখার চেষ্টা করবো।’

সাইফ হাসানের কাছে বিপিএলে খেলা একটা বিরাট সুযোগ। অনেক বড় অভিজ্ঞতা হবে সেখানে তার। সেটাই তুলে ধরলেন তিনি, ‘অবশ্যই খুব ভাল একটা অভিজ্ঞতা হবে। এখানে জাতীয় দলের অনেক বড় বড় খেলোয়াড় আছেন। বিদেশিরা আছেন। খুব ভাল অভিজ্ঞতা অর্জন করা যাবে। এখান থেকে যতটা সম্ভব নেয়ার চেষ্টা করবো।’

আইএইচএস/আইআই

আরও পড়ুন