ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সিলেটের বিপক্ষেই ভালো খেলার পরিকল্পনা ছিল জাকিরের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ১৭ নভেম্বর ২০১৭

অনুর্ধ্ব-১৯ দলের হয়ে দারুণ খেলেছিলেন। মেহেদী হাসান মিরাজদের সঙ্গে খেলেছিলেন যুবাদের হয়ে। এরপর প্রায় দু’বছর তাকে চেনা যায়নি। নিজেকেই যেন হারিয়ে ফেলেছিলেন। এবার বিপিএলে রাজশাহী কিংসের হয়ে নাম লেখানোর পর জাকির হাসানের ইচ্ছা, সিলেটের বিপক্ষে যেভাবেই হোক ভালো খেলার। শেষ পর্যন্ত তার সে আশাই পূর্ণ হলো। খেললেন হার না মানা ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস। সিলেটের বিপক্ষে রাজশাহীকে জিতিয়েই তবে মাঠ ছাড়লেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জাকির হাসান নিজেই জানালেন, সিলেটের বিপক্ষে তার ভালো খেলার ইচ্ছার কথা। সিলেটের বিপক্ষে ভালো খেলার রহস্য কী? জানতে চাইলে জাকির বলেন, ‘এটা একটা মজার বিষয় যে, সিলেটের বিপক্ষেই এমন একটা ইনিংস খেললাম। এটা আমার একটা স্বপ্ন ছিল যে, সিলেটের বিপক্ষে ভালো খেলবো। সফল হয়েছি বলে খুব খুশি লাগছে।’

গত বিপিএলে জাকিরকে তো চেনাই যায়নি। কেন এমন হয়েছিল, আর কোন বিষয়টা তাকে এবার ভালো খেলার ক্ষেত্রে সাহায্য করেছে? জানতে চাইলে জাকির বলেন, ‘গত বছর আমি খুব একটা ভালো খেলিনি। ওটা নিয়ে আমি স্যারদের সাথে কথা বলেছি। উনারা বলেছিলেন, আমার শক্তির জায়গা যেটা সেটা নিয়ে কাজ করতে। আমি সে কাজটাই করেছি। এ কারণেই সফলতা পেয়েছি।’

দারুণ কিছু শট খেলেছেন তিনি সিলেটের বোলারদের বিপক্ষে। সেই শটগুলো খেলার রহস্য জানতে চাইলে জাকির বলেন, ‘শট খেলার ব্যাপারে বলবো, আমার শক্তির জায়গাটা ধরেই আমি অনুশীলন করেছি। আজকে চেষ্টা করেছি নিজের শক্তির জায়গার বাইরে না গিয়ে খেলার।’

বিপিএলের এবারের আসরে এই প্রথম স্থানীয় পারফরমারদের পারফরম্যান্সে ম্যাচ জিতলো কোনো দল। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। যদি আমরা স্থানীয় ক্রিকেটাররা ভালো করতে পারি, আর সাথে যদি বিদেশিরাও ভালো পারফর্ম করে তবে সেটা দলের জন্য অনেক কাজে লাগবে। এতে করে দল আরও ভালো অবস্থানে যেতে পারবে।’

ব্যাটিংয়ে এবার জীবন পেয়েছিলেন তিনি। সেই জীবন পাবার পরই তিনি ভাবতে শুরু করেছিলেন, এবার কিছু করা দরকার। তিনি বলেন, ‘তখনই মনে হয়েছে যে আজ আমার দিন। ভাগ্য আমার সাথে ছিল। সামনেও এই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।’

রাজশাহীকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছিলেন মুশফিকের সঙ্গে ব্যাটিং করে। এটা জাকিরের জন্য খুব বড় একটি সুযোগ। তার অনুভুতিটাও ভিন্ন। জাকির বলেন, ‘খুব ভালো লেগেছে উনার সাথে ব্যাট করতে পেরে। উনি অনেক সাহায্য করেছেন। ভালো কিছু নির্দেশনা দিচ্ছিলেন। আমাকে নিজের মতো করেই খেলতে বলছিলেন।’

ভবিষ্যতের লক্ষ্য কী? জানতে চাইলে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে এখন যেহেতু হাই পারফরম্যান্স টিমে আছি, সেভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করছি। যাতে আমি পরবর্তী লেভেলে গেলে ভালো করতে পারি। সাথে মানসিকভাবেও প্রস্তুতি নিচ্ছি।’

আইএইচএস/এমএমআর/এমএস

আরও পড়ুন