লঙ্কান পেস ভুগিয়েই যাচ্ছে ভারতকে
ঘরের মাঠে সবুজ পিচ বানিয়ে মজাটা টের পাচ্ছে ভারত। শ্রীলঙ্কার পেসাররা রীতিমত নাকানি চুবানি খাইয়ে যাচ্ছেন বিরাট কোহলিদের। কলকাতায় বারবার বৃষ্টি-বাধায় পড়া টেস্টটিতে দ্বিতীয় দিনেও এক সেশনেরও কম খেলা হয়েছে। তবে ভারতের দুর্ভোগ কমেনি তাতে। দিনশেষে ৭৪ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
প্রথম দিনে খেলা হয়েছিল প্রায় ১২ ওভার। দ্বিতীয় দিনে হয়েছে আর ২০ ওভারের মত। সব মিলিয়ে দুই দিনে মোটে ৩২.৫ ওভার খেলা হয়েছে। দ্বিতীয় দিনের প্রথম সেশনে যা একটু খেলার সুযোগ মিলেছে। শেষ দুই সেশনে এক বলও মাঠে গড়ায়নি।
তবে যা খেলা হয়েছে এর মধ্যেই আরও দুই ব্যাটসম্যানকে হারিয়ে বসেছে ভারত। আগের দিন বল হাতে আগুন ঝড়িয়েছিলেন সুরাঙ্গা লাকমাল। এদিন বিধ্বংসী চেহারায় দেখা গেছে আরেক পেসার দাসুন শানাকাকে। আজিঙ্কা রাহানে আর রবিচন্দ্রন অশ্বিন দু’জনই এই পেসারের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন সমান ৪ রান করে।
দলের ব্যাটসম্যানদের ব্যর্থতার মাঝেও একটি প্রান্ত আগলে ধরে আছেন চেতেশ্বর পূজারা। ১০২ বল মোকাবেলায় ৯ বাউন্ডারিতে ৪৭ রান নিয়ে ব্যাট করছেন তিনি। অপরপ্রান্তে ঋদ্ধিমান সাহা অপরাজিত আছেন ৬ রান নিয়ে।
আগের দিন ১৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে ছিল ভারত। সুরাঙ্গা লাকমাল একাই নিয়েছিলেন এই তিন উইকেট। এদিন ৩০ রানের মাথায় ফিরেছেন রাহানে। দলের খাতায় ৫০ রান উঠতে সাজঘরে ফিরেন অশ্বিন।
অধিনায়ক বিরাট কোহলি, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল-এদের মধ্যে কেউই দুই অংকের কোটা পার হতে পারেননি। দ্বিতীয় দিনে দুই অংক ছোঁয়া হয়নি অশ্বিন-রাহানেদেরও। অর্থাৎ টপ অর্ডারের সাত ব্যাটসম্যানের মধ্যে এখন পর্যন্ত দুই অংকের ঘরে শুধু পূজারাই।
এমএমআর/এমএস