বিকেল ৩টা ৫৫’র মধ্যে শুরু না হলে পয়েন্ট বণ্টন
সিলেট সিক্সার্স আর খুলনা টাইটান্সের মধ্যকার প্রথম খেলাটি কি আদৌ হবে? ঝিরঝিরে বৃষ্টিতে নির্ধারিত সময় বেলা একটায় শুরু হয়নি খেলা। শেষ পর্যন্ত খেলা হবে এমন নিশ্চয়তাও খুব কম।
যদিও বৃষ্টির তোড় খুব কম। দু’এক ফোটা করে পড়ছে। কিন্তু তাতে কি? পিচ কভারে ঢাকা। ৩০ গজের পুরো এলাকাও কভারে আচ্ছাদিত। এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে খেলা না হবার সম্ভাবনাই বেশি।
এদিকে সময় বয়ে যাচ্ছে দ্রুত। খেলা শুরু এবং চালানোর একটা নির্দিষ্ট সময় আছে। এমন নয় এ ম্যাচের জন্য অনির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করা হবে। ম্যাচ কন্ডিশন অনুযায়ী বিকেল ৩ টা ৫৫ মিনিটের মধ্যে খেলা শুরু করতেই হবে। তারপর আর এ ম্যাচ হবে না। সেই সময়ের মধ্যে খেলা শুরু করতে হলেও বৃষ্টি থামতে হবে। অন্তত ৩০ মিনিট আগে টস করতে হবে।
তার মানে বিকেল ৩ টা ২৫ মিনিটের মধ্যে বা তার আগে যদি বৃষ্টি না থামে তাহলে সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সের ম্যাচ আর হবে না। খেলা মাঠে না গড়ালে দু'দলের মাঝে সমান ১ পয়েন্ট করে ভাগ করে দেয়া হবে।
এআরবি/এমআর/এমএস