ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্ট্যাম্প ভেঙে দু'টুকরো করলেন রশীদ খান!

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০২:১০ পিএম, ১৪ নভেম্বর ২০১৭

ক্রিকেটে প্রায়ই দেখা যায় ফাস্ট বোলাররা বল করে স্ট্যাম্প ভেঙে ফেলেছেন। তবে স্পিনারদের ক্ষেত্রে এটা খুবই কম দেখা যায়, বলতে গেলে দেখাই যায় না। কিন্তু আজকের (মঙ্গলবার) কুমিল্লা-চিটাগং ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ন্সের স্পিনার রশীদ খানের বলে মিডল স্ট্যাম্প ভেঙে দু'টুকরো হয়ে যায়!

রশীদ খান ১৬তম ওভারটি করতে আসেন। তার করা দ্বিতীয় বলটি সরাসরি আঘাত করে মিডল স্ট্যাম্পে। স্পষ্টই দেখা যায় তাতে মধ্যের স্ট্যাম্পটি ভেঙে দু'খণ্ড হয়ে যায়।

এমন কাণ্ড দেখে হাসতে হাসতে ধারাভাষ্যকার বললেন, 'রশীদ শুধু চিটাগংয়েরই ক্ষতি করলেন না, পাশাপাশি তিনি সাউন্ড এবং ক্যামেরারও ক্ষতি করেছেন।'

রশীদ খান ফাস্ট বোলার না হলেও, হয়তো স্ট্যাম্পে কিছু ত্রুটি থাকায় এমনটি হয়েছে। কারণ একজন স্পিনারের কখনই স্ট্যাম্প ভাঙার মতো গতি দিয়ে বল করা সম্ভব নয়!

এমএএন/এমএমআর/এমএস