প্রাণ ফিরেছে ঢাকার গ্যালারিতে
সিলেট পর্বে মাঠে দর্শকের কমতি ছিল না। টিকেটের অভাবে মাঠের বাইরেও ছিল প্রচুর দর্শক। তবে ঢাকায় ফিরেই দর্শকের কিছুটা সংকট চলছিল। তবে ধীরে ধীরে প্রাণ ফিরছে পুরো গ্যালারিতে। পরিপূর্ণ হতে শুরু করেছে গ্যালারি।
ঢাকার ম্যাচ থাকায় সকাল থেকেই মাঠের বাইরে বিশাল ভীড় জমে ডাইনামাইটস সমর্থকদের। কোন অংশে কম যাননি খুলনার সমর্থকরাও। তাদেরও বিশাল ভীড় জমে যায় মাঠের বাইরে। খেলা শুরু হওয়ার সাথে সাথে পরিপূর্ণ হতে থাকে গ্যালারি। দু'দলের সমর্থকে পূর্ণ হয়ে যায় গ্যালারি।
দু'দলের দর্শকই নিজ নিজ দলের জার্সি পরে নানান রঙয়ে সেজে গ্যালারিতে এসেছে। প্রতিটি চার/ছয়ে আর উইকেট যাওয়ার সময় তাদের চিৎকার আর আনন্দ-উল্লাসে প্রকম্পিত মিরপুরের আকাশ-বাতাস। প্রত্যেক দলের সমর্থকই সাথে করে ঢোল-বাদ্য বাজনা নিয়ে এসেছে। ছোট বড় দলীয় পতাকাতেও ছেয়ে গেছে পুরো গ্যালারি।
দর্শকরাই বিপিলের প্রাণ। দর্শকবিহীন ম্যাচ যেন নিষ্প্রাণ করে তোলে হাইভোল্টেজ একটি ম্যাচকেও। ঢাকার মিরপুরের হোম অব ক্রিকেটে এবার হাইভোল্টেজ ম্যাচের আমেজ পুরোটাই পাওয়া গেল।
এমএএন/এমএমআর/আরআইপি