ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রান সংগ্রহে ধীর গতি খুলনার

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৯ এএম, ১২ নভেম্বর ২০১৭

তবে পয়েন্ট সমান হলেও পয়েন্ট টেবিলের সবার নিচে রয়েছে খুলনা টাইটান্স আর পাঁচে রয়েছে চিটাগং ভাইকিংস। চিটাগংয়ের আজকের লক্ষ্য জিতে ঢাকার সঙ্গে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে নিজেদেরকে নিয়ে যাওয়া। আর খুলনার লক্ষ্য জিতে নিজেদেরকে এই টুর্নামেন্টের লড়াইয়ে ফিরিয়ে আনা।

এমন ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ধীর গতিতে রান সংগ্রহ করছে খুলনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত খুলনা টাইটান্সের সংগ্রহ ৫ উইকেটে ১৫ ওভারে ১০৩ রান। আরিফুল হক ১৪ রান নিয়ে ব্যাট করছে। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন ব্র্যাথওয়েট।

এর আগে টস হেরে খুলনার হয়ে ওপেন করতে আসেন ওয়ালটন ও শান্ত। কিন্তু দলীয় ছয় রানের সময়ই খুলনা শিবিরে আঘাত হানেন সানজামুল ইসলাম। মাত্র ৫ রানেই ওয়ালটনকে সানজামুল তার ঘূর্ণিতে বোকা বানিয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচে পরিণত করান।

এরপর আবারও সেই সানজামুলের আঘাত। দলীয় ১৩ রানের সময় ক্লিঙ্গারকে এলবির ফাঁদে ফেলেন। এরপর শান্তকে সরাসরি বোল্ড করে দেন মোনাভিরা। আর রুশোকে ব্যক্তিগত ১৫ রানের সময় তাসকিন তার শিকারে পরিণত করেন।

এমএএন/এমআর/এমএস

আরও পড়ুন