আফ্রিদির এমন পারফরমেন্সই চান সাকিব
বিপিএলের পঞ্চম আসরে নিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই সব আলো কেড়ে নিলেন পাকিস্তানি তারকা অলরাউন্ডার আফ্রিদি। বল হাতে ৪ উইকেটের পর ব্যাট হাতে খেলেন ৩৭ রানের ঝড়ো ইনিংস। তার এমন দুর্দান্ত পারফরমেন্সেই সিলেটের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় ঢাকা। আফ্রিদির এমন পারফরম্যান্সে দারুণ মুগ্ধ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তার কাছ থেকে এমন পারফরমেন্সই বার বার দেখতে চান অধিনায়ক।
এদিন বলে হাতে মাত্র ১২ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন আফ্রিদি। এরপর ব্যাট হাতে মাত্র ১৭ বলে ৩৭ রান। যার মধ্যে ৫টি বিশাল ছক্কার মার। ম্যাচের চিত্র একাই বদলে দেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বলেন, ‘তার কাছে আমরা সব সময় এমন পারফর্ম আশা করি। এ জন্যই তাকে দলে নিয়েছি। যদিও তা সব সময় হবে না! তবে আমরা জানি, এমন কেউ দলে থাকলে যে কোনো সিচুয়েশন থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।’
শুধু আফ্রিদিই নন এদিন দারুণ বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। এ স্পিনার ৪ ওভারে ১০ রানে নিয়েছেন ৩ উইকেট। সাকিব ২ ওভার বোলিং করলেও ছিলেন উইকেট শূন্য। আফ্রিদি ও নারিনের সঙ্গে তার ত্রয়ীকে পৃথিবীর সেরা স্পিন আক্রমণ উল্লেখ করে সাকিব বলেন, ‘ঘরোয়া পর্যায়ে এই তিনজনই সেরা পাঁচজনের মধ্যে আছি। এ রকম একটা কম্বিনেশন পাওয়াটা সৌভাগ্যের ব্যাপার।’
অনেকেই মনে করেন, বিপিএলের বর্তমান চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় শক্তি তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইনআপ। তবে সাকিব আল হাসান মনে করছেন, ঢাকার সবচেয়ে বড় শক্তি বৈচিত্র্যপূর্ণ বোলিং আক্রমণ। এ নিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে। আফ্রিদি-নারিন আছে, সঙ্গে রনি আছে। সো আমাদের বোলিং কম্বিনেশনটা বেশি ভালো। ব্যাটসম্যানরা তো সব সময় ভালো করতে পারে না। কিন্তু এ রকম বিশ্বমানের বোলিং লাইনই আমাদের সেরা স্ট্রেংথ।’
এমআর/এমএস