ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে রংপুর

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৫৬ এএম, ১১ নভেম্বর ২০১৭

সিলেট পর্বের প্রথম দেখায় রাজশাহী কিংসকে এক প্রকাড় উড়িয়েই দিয়েছিল রংপুর রাইডার্স। তবে ঢাকা পর্বে এসে দ্বিতীয়বারের মুখোমুখিতে শুরু থেকেই রংপুরের ব্যাটসম্যানদের চাপে রেখেছে রাজশাহী কিংসের বোলাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে তিন উইকেটে ৫৭ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। উইকেটে শাহরীয়ার নাফীস ১২ ও রবি বোপারা ১০ রানে অপরাজিত রয়েছে।

এর আগে টস জিতে রংপুরের হয়ে ওপেন করতে আসেন চার্লস ও এডাম লিথ। আর রাজশাহীর হয়ে বোলিং করে ইনিংস শুরু করেন মেহেদী হাসান মিরাজ। মিরাজের ওভারের তৃতীয় বলটি লং অন দিয়ে খেলতে গিয়ে ওয়েলারের হাতে ধরা পড়েন চার্লস। ফলে দলীয় তিন রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

এরপর জোড়া আঘাত হানেন ফরহাদ রেজা। দলীয় ৩২ রানে লিথ ও ৩৩ রানে মোহাম্মদ মিথুনকে ফেরান এই মিডিয়াম ফাস্ট বোলার।

উল্লেখ্য, ২ ম্যাচের মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে মাশরাফির রংপুর। আর দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের সবার শেষে রয়েছে রাজশাহী কিংস।

এমএএন/এমআর/এমএস

আরও পড়ুন