ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ব্যাটিংয়ে রংপুর

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৯ এএম, ১১ নভেম্বর ২০১৭

দুইদিন বিরতি দিয়ে আজ (শনিবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় পর্বের খেলা। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি।

সিলেট পর্বে প্রথম দেখায় রাজশাহীকে উড়িয়ে দিয়েছিল মাশরাফির রংপুর রাইডার্স। আট উইকেটের বড় ব্যবধানে সে ম্যাচে হেরেছিল রাজশাহী কিংস। সেদিক থেকে বলা যায় রাজশাহীর জন্য আজকের ম্যাচটি হবে প্রতিশোধের।

রাজশাহীর প্রতিশোধের ম্যাচ হলেও, রংপুরের এগিয়ে যাবার ম্যাচ। কারণ ২ ম্যাচের মাত্র একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে রয়েছে মাশরাফির দলটি। আর দুই ম্যাচের দুটিতেই হেরে টেবিলের সবার শেষে রয়েছে রাজশাহী কিংস।

রাজশাহী কিংস
মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহীম, জেমস ফ্রাঙ্কলিন, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সামি, নিহাদ্দুজ্জামান, কেস্রিক উইলিয়ামস, লেন্ডেল সিমন্স, ম্যালক্লোম ওয়েলার।

রংপুর রাইডার্স
মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ মিথুন, শাহরীয়ার নাফীস, নাজমুল ইসলাম অপু, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান, চার্লস, এডাম লিথ, রবি বোপারা, থিসারা পেরেরা, লাসিথ মালিঙ্গা।

এমএএন/এমএস

আরও পড়ুন