ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাথুরুসিংহের পদত্যাগে মিরাজ-সোহানের দু'রকম প্রতিক্রিয়া

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০২:৩২ পিএম, ১০ নভেম্বর ২০১৭

হাথুরুসিংহের হঠাৎ পদত্যাগের ঘোষনায় সবাই অবাক, বিস্মিত। বলা নেই কওয়া নেই, হঠাৎ হেড কোচের পদত্যাগের সিদ্ধান্তে ক্রিকেটারদের প্রতিক্রিয়া মিশ্র।

কেউ কেউ বিষয়টাকে পেশাদার মানসিকতায় দেখতে চাচ্ছেন। কারো কারো মত-কোচ যাবেন, কোচ আসবেন; এটাই তো রীতি। এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলা নুরুল হাসান সোহানের কথা, ‘কোচ চলে যাচ্ছেন, তার জয়গায় অবশ্যই অন্য কাউকে নিতে হবে। তাছাড়া সিনিয়ররা অনেক কিছু জানেন, আশা করছি কোনো সমস্যা হবে না।'

একজন যাবে। একজনের জায়গায় আরেকজন আসবেন সেটাই স্বাভাবিক। হাথুরুর জায়গায় এখন যদি স্থানীয় কাউকে বেছে নেয়া হয় ? দেশী কারো ওপর দায়িত্ব অর্পন করা হয় ? তাহলে আপনার মত কি হবে ? এমন প্রশ্ন করা হলে নুরুল হাসান সোহান বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত। আমাদের খেলোয়াড় যারা আছেন সবাই প্রফেশনাল। যেই দায়িত্বে আসুক না কেন সবাই তাকে সাহায্য করার চেষ্টা করবেন।’

অন্যদিকে ব্যক্তি জীবনে একটু আবেগতাড়িত মেহেদি হাসান মিরাজ। বিস্মিত বাংলাদেশী অফস্পিনার বলেন, ‘আসলে ডিসিশনটা হঠাৎ করে। আসলে অবাক করার মতো। আসলে আমি ওইরকমভাবে শিওর না। কাল শুনছিলাম যে উনি চলে যাচ্ছেন। টিমটাকে উনি খুব ভালোভাবে হ্যান্ডলিং করছিলেন। উনিই ভালো বলতে পারবেন, কেনো যাচ্ছেন। হয়তো উনি ভালো মনে করছেন।’

দক্ষিণ আফ্রিকা সফরের সময়ই কি মনে হয়েছে হাথুরু চলে যাচ্ছেন বা চলে যেতে পারেন ? মিরাজের ব্যাখ্যা , ‘আমাদের কাছে ওইভাবে কখনো মনে হয়নি। আমি বিশ্বাসই করতে পারছি না। হঠাৎ করে সিদ্ধান্তটা এসেছে। এখনো অনেকে সিরিয়াস না যে, উনি চলে যাচ্ছেন। ওই রকমভাবে আলোচনা হয়নি আমাদের মধ্যে। আমরা মনে করেছি, হুট করে বলেছেন। তারপরও আমার কাছে মনে হয় টিমের সাথে অনেক দিন ছিলেন, ভালোই ছিলেন।’

এআরবি/এমএমআর/এমএস

আরও পড়ুন