ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

হাথুরুসিংহের পদত্যাগপত্র পেয়েছে বিসিবি : পাপন

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৯ নভেম্বর ২০১৭

দক্ষিণ আফ্রিকা সফরের শুরু থেকেই গুঞ্জন ছিল বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে পদত্যাগ করতে পারেন। গুঞ্জনকে সত্য প্রমাণ করে আজ (বৃহস্পতিবার) পদত্যাগপত্র জমা দেন তিনি। এই খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

হাথুরুসিংহের পদত্যাগের খবরটি আজ দুপুর নাগাদেই জেনেছেন সবাই। তবে বিসিবির পক্ষ থেকে শুরুতে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি। অবশেষে তার কোচের দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করলেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বরং জানালেন, পদত্যাগের বিষয়টি জানা ছিল। অক্টোবরের শুরুর দিকেই পদত্যাগের কথা বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছিলেন হাথুরুসিংহে।

আজ সন্ধ্যায় বেক্সিমকোর ধানমন্ডিস্থ অফিসে সাংবাদিকদের সাথে আলাপকালে নাজমুল হাসান পাপন এ কথা বলেন। তিনি বলেন, 'আমার ডেটটা মনে নেই। তবে ১৫ তারিখের আগেই হবে। মানে অক্টোবর মাসের শুরুর দিকেই ও (হাথুরু) আমাকে একটা চিঠি দিয়েছিল। তবে ওতটা সিরিয়াসলি নেইনি তখন।'

গত কয়েকদিন ধরে কোচের সাথে কোনো যোগাযোগ করতে পারছে না বিসিবি, জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এ সম্পর্কে তিনি বলেন, 'ওর সাথে আমার বেশ ভাল সম্পর্ক। আমার সাথে খোলামেলাই কথা বলতো। কিন্তু কয়েকদিন ধরে আমিও ওর সাথে যোগাযোগ করতে পারছি না। এমনকি বিসিবির সিইও সুজনের সাথেও যোগাযোগ করছে না।'

শ্রীলংকার পত্রিকাগুলোতে এসেছে, হাথুরু কিছুটা আপসেট। আসলেই কি তিনি আপসেট? এই প্রশ্নের জবাবে পাপন বলেন, 'হতেই পারে, আমি জানি না। হতে পারে ট্যুরে গিয়ে কোন বিষয়ে আপসেট অথবা পরিবারের কারণে। তবে কথা না বলে কিছু বলা যাচ্ছে না। '

হাথুরুর সাথে কথা না বলে নতুন কোচের খোঁজ করা হবে না বলেও জানিয়েছেন তিনি। পাপন বলেন, 'ওর সাথে কথা না বলে এখনই কিছু ভাবছি না। যদি আবেগের বশে সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো মানাতে পারবো। তবে আগে কথা বলতে হবে।'

সত্যিই যদি হাথুরু চলে যান, তবে অন্তবর্তীকালীন কোচ কে হবেন? বিসিবি বস জানালেন, খালেদ মাহমুদ সুজনের অন্তর্বতীকালীন কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্পর্কে তিনি বছেন, ' দেশের একজন কোচ অন্তবর্তী কোচ হতেই পারেন।'

তবে হাথুরুর যোগাযোগ না করা আর এমন আচরণে হতাশ না হলেও যথেষ্ট অবাক হয়েছেন নাজমুল হাসান পাপন।

এমএএন/এমএমআর/আইআই

আরও পড়ুন