১৩৫ রানেই থামলো সিলেট
ঘরের মাঠে টানা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি বেশ পাকা করে নিয়েছে সিলেট সিক্সার্স। ঢাকায় যাবার আগে চারটি ম্যাচ জিতেই শীর্ষ স্থানটিকে আরও শক্ত খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে তারা। তবে টস হেরে আগে ব্যাটিং করে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৩৫ রানে থামতে বাধ্য হয় নাসির হোসেনের দল।
ব্যাটসম্যানদের ব্যর্থতার দিন দলের হাল ধরেছিলেন অধিনায়ক নাসির হোসেন। একাই করেছেন ৪৭টি রান। দুই শ্রীলঙ্কান উপুল থারাঙ্গা আর দানুষ্কা গুনাথিলাকা করেন ২৬ করে। হোয়েটলির ব্যাট থেকে আসে ২৭ রান।
এর আগে টানা তিন ম্যাচ জিতে উড়তে থাকা সিলেট নিজেদের চতুর্থ ম্যাচে টস হারে মাহমুদুল্লাহ রিয়াদের কাছে। আর টস জিতে রাতের শিশিরের কথা চিন্তা করে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক।
এদিন সিলেট সিক্সার্সের সফল ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে। উপুল থারাঙ্গা ২৬ আর আন্দ্রে ফ্লেচার ৪ রান করে ফেরেন। আর সিলেটের আইকন ক্রিকেটার সাব্বির রহমান শূন্য রান করেই ফিরে যান সাজঘরে।
খুলনার হয়ে জোফারা আর্চার ও মাহমুদুল্লাহ রিয়াদ ২টি করে উইকেট নেন। আর সফিউল ইসলাম নেন একটি উইকেট।
এমএএন/এমএমআর/জেআইএম