ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

একাকী মোস্তাফিজ!

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৭ নভেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম পর্ব বসেছে সিলেটে। গত ৪ তারিখ থেকে শুরু হয়েছে বিপিএল। প্রায় সবগুলি দলই ৪ তারিখের আগেই সিলেটে পৌঁছে যায়। বাকী চিটাগং ভাইকিংসও গতকাল (রোববার) সিলেট চলে যায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পাড়া হয়ে যায় অনেকটাই ফাঁকা। আর সেই ফাঁকা এলাকাতে একাই রয়ে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান!

দক্ষিণ আফ্রিকা সফরের গোড়ালির ইনজুরিতে পরে দেশে ফিরে আসেন বাংলাদেশের এই তারকা পেসার। ফলে অনিশ্চিত হয়ে পরে বিপিএলের সিলেট পর্ব। মোস্তাফিজের দল রাজশাহী কিংস অনেক আগেই চলে গেছে সিলেটে। কাঁধের ইনজুরির কারণে বিপিএলের গত আসরটিও খেলতে পারেননি মোস্তাফিজুর রহমান।

ইনজুরির কারণে বিসিবির একাডেমিতে রিহ্যাবে আছেন মোস্তাফিজ। আর তেমন কেউ নেই সেখানে। বেশিরভাগই চলে গেছেন বিপিএল খেলতে। ফলে একাকী সময় পাড় করছেন মোস্তাফিজ।

মোস্তাফিজকে দেখা গেল বিসিবির ২/১ জন কর্মকর্তার সাথে একাডেমি মাঠে। এরপর একাই জিমে কিছুক্ষণ নিজের কাজ করেন। এরপর বেশ কিছু সময় অলসভাবে বসে জীমনেশিয়ামে সাংবাদিকদের সাথে গল্প করেন। 'কথা না বলা মোস্তাফিজ' সেদিন যেন গল্পের ঝুলি খুলে বসেছিল। হয়তো একাকী সময় কাটাতে কাটাতে কিছুটা হলেও বিরক্ত হয়ে গিয়েছিল 'দ্যা ফিজ'!

তবে মোস্তাফিজের আশা সে ঢাকা পর্বের শেষদিক থেকেই বিপিএল মাতাতে পারবে। তবে চিকিৎসকরা চাচ্ছেন পুরো বিপিএলটাই মোস্তাফিজ তার নিজ স্বার্থে বিশ্রাম নিক। কারণ বিপিএলের পরই বাংলাদেশে সফরে আসছে শ্রীলঙ্কা।

এমএএন/এমআর/জেআইএম

আরও পড়ুন