বড় সেঞ্চুরি পেলে আরও ভালো লাগবে : ডেলপোর্ট
নবাগত সিলেট সিক্সার্সের কাছে নিজেদের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরের দাঁড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। খুলনা টাইটানসকে তারা হারিয়ে দিয়েছে ৬৫ রানে।
ঢাকার এ জয়ের ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রোটিয়া তারকা ব্যাটসম্যান ক্যামেরুন ডেলপোর্ট। কুমার সাঙ্গাকারা আউট হওয়ার পর দ্বিতীয় উইকেটে এভিন লুইসের সঙ্গে জুটি বাঁধেন এই তারকা। লুইস আউট হওয়ার আগ পর্যন্ত তাকে সঙ্গে নিয়ে ৫৪ বলে ১১৬ রান যোগ করেন ডেলপোর্ট। এর মধ্যে ৫ ছক্কা ও ৪ বাউন্ডারিতে তার একার অবদান ৬৪ রান।
তবে জয়ের ম্যাচেও সেঞ্চুরিটা না পাওয়ার হতাশা কাজ করছে তার মধ্যে। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এসে জানান, ‘আমি সব জায়গায়ই ভালো করতে চাই। প্রতিটি লিগে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। উপমহাদেশের বিবেচনায় আজকের ইনিংসটি ভালো ইনিংস ছিল। তবে সেঞ্চুরি করতে পারলে আরও ভালো লাগতো।’
নিজেদের প্রতহ্ম ম্যাচে জ্বলে উঠতে পারেনি তারকা ঠাসা ঢাকার ব্যাটিং লাইন আপ। এরপরও ঢাকা ডায়নামাইটসের ব্যাটিং আক্রমণ নিয়ে ডেলপোর্ট বেশ আত্মবিশ্বাসী। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের টপ পাঁচ ব্যাটসম্যান বিস্ফোরক ব্যাটিংয়ে পারদর্শী। আজ আমি তিনে ব্যাটিং করেছি। যে কোনো পজিশনে আমি ব্যাটিং করতে পারি। এছাড়া আমাদের অনেক অপশনও রয়েছে। তারা প্রত্যেকেই বিশ্বমানের।’
বিপিএলে খেলার আগে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন ২৮ বছর বয়সি এ ক্রিকেটার। তাই উপমহাদেশের উইকেট নিয়ে তার ভালো ধারণা আছে। এ নিয়ে তিনি আরও জানান, ‘আমি উপমহাদেশে অতীতেও খেলেছি। এ জন্যই জানি কিভাবে উইকেট ব্যবহার করে। বলগুলো টাইমিং করার চেষ্টা করেছি, শরীরের জোর দিয়ে খেলার চেষ্টা করিনি। এখানে বাউন্ডারি ততটা বড় না, বিশেষ করে লং অন-লং অফে।’
এমআর/এমএস