ধোনি-কোহলিদের সমালোচনায় জেল খাটলেন ভারতীয় সমর্থক
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারের ক্ষত হয়তো এখনও ভুলতে পারেনি ভারত। দলের ওই পরাজয় মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ধোনি-কোহলিদের সমালোচনা করেন মোহাম্মদ নাঈম নামে এক সমর্থক। পরবর্তীতে এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করার কারণে বন্ধুদের দায়ের করা মামলায় জেলে পর্যন্ত যেতে হয়েছে দেশটির তরুণ এই সমর্থককে।
গত ১৮ জুন চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের হারের পর রাতে বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্তি-তর্কের একপর্যায়ে নাঈম বলেন, ‘ভারতীয় দল ইচ্ছা করেই হেরেছে, কারণ ম্যাচটা ছিল পাতানো। এ ম্যাচ হারের জন্য টাকা নিয়েছে ভারতীয় দল।’
নাঈম হয়তো বুঝতে পারেনি, তার এই সমালোনা এবং অভিযোগ স্বাভাবিকভাবে নেয়নি তার বন্ধুরা। তার সেই মন্তব্য এবং বন্ধুদের সঙ্গে তর্ক-বিতর্কের স্ক্রিনশট নিয়ে তারই বন্ধু বাজপাই তা উপস্থাপন করেন শাহজানপুরের পুলিশ প্রধান কেবি সিংয়ের কাছে। পরে সেই পুলিশ কর্মকর্তার নির্দেশে চক কোতোয়ালি থানায় নাঈম এবং তার দুই বন্ধুর বিপক্ষে এফআইআর দাখিল করা হয়।
পরে পুলিশ চার্জশিট দাখিলের পর গত ৩১ অক্টোবর প্রধান বিচারিক আদালতে এ মামলার শুনানির পরিপ্রেক্ষিতে নাঈমকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। তবে নাঈম জামিন পেয়েছেন। আদালত তার বিপক্ষে কোনো অতীত অপরাধের প্রমাণ পায়নি। তাই আদালত তাকে জামিন দিয়েছেন নাঈমের আইনজীবী কমলেশ কুমার জানিয়েছেন, ‘আদালত আমার মক্কেলকে জামিন দিয়েছে, কারণ সে কারও ক্ষতি করেনি এবং অতীতে তার অপরাধের কোনো নজিরও নেই।’
এমআর/জেআইএম