ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

স্যামির কাছ থেকে শিখবেন মুশফিক

আরিফুর রহমান বাবু | সিলেট থেকে | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৩ নভেম্বর ২০১৭

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক তিনি। বিপিএলেও প্রতিবার কোনো না কোনো দলের নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহীম। এবার তার সেই সৌভাগ্য হচ্ছে না। রাজশাহী কিংস যে দলে রেখেছে ড্যারেন স্যামির মত ওয়েস্ট ইন্ডিজের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে। তবে তাতে মন খারাপ করছেন না মুশফিক। তিনি মনে করছেন, স্যামির মত খেলোয়াড়ের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

অধিনায়কত্ব করতে পারছেন না, এ নিয়ে কি কোনো আক্ষেপ আছে? মুশফিকের জবাব, ‘একটা ফরম্যাটে তো অধিনায়ক এখন আমি। প্রতি বছর একটা দলে কখনো খেলা ওভাবে হয়নি, অভিজ্ঞতাও আলাদা হয়। এই বছর আমরা রাজশাহীর দলে খেলছি, খুবই ভালো লাগছে। খুবই ভালো ও অন্যরকম একটা ব্যালান্সড টিম।’

ড্যারেন স্যামির অধীনে খেলতে বরং ভালোই লাগবে জানিয়েছেন মুশফিক। ক্যারিবীয় ব্যাটসম্যানের কাছ থেকে শিখতেও চান তিনি, ‘ড্যারেন স্যামির মতো একজন খেলোয়াড় আমাদের দলে আছে। তার কাছ থেকে আমাদের তো বটেই, তরুণদেরও অনেক কিছু শেখার আছে। অধিনায়ক থাকি আর না থাকি, চেষ্টা করব পেছন থেকে যতটুকু পারি চেষ্টা করার।’

এআরবি/এমএমআর/আইআই

আরও পড়ুন