পর্তুগাল দলে নেই রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়া এখনকার পর্তুগাল দল? ভাবা কঠিনই। তবে বিশ্বকাপকে সামনে রেখে দলের প্রাণভোমরাকে একটু দম ফেলার ফুসরত দিতে চাচ্ছেন পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। ফলে সউদি আরব আর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে বিশ্রামে থাকবেন রিয়াল তারকা।
সময় খুব একটা ভালো যাচ্ছে না রোনালদোর। চলতি লা লিগা মৌসুমে মাত্র একটি গোল করেছেন পর্তুগীজ যুবরাজ। এ সময়ে তার বিশ্রাম নেয়াকে জরুরীই মনে করছে পর্তুগীজ ম্যানেজম্যান্ট। তার সঙ্গে দল থেকে বাদ পড়েছেন রিকার্ডো কোরেসমা আর নানিও।
পর্তুগাল দলে ডাক পেয়েছেন চার নতুন মুখ। তারা হলেন-মোনাকো ফরোয়ার্ড মার্কোস লোপেজ, রিয়াল সোসিয়েদের কেভিন রদ্রিগেজ, লিলির এডগার লি এবং ব্রাগার রিকার্ডো ফেরিইরা। উলভসের রুবেন নেভেস এবং ২০১৬ ইউরো হিরো এডেরও দলে জায়গা পেয়েছেন।
এমএমআর/আইআই