ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিপিএল খেলতে প্রথমবারের মতো ঢাকায় মালিঙ্গা

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১০:২৮ এএম, ০২ নভেম্বর ২০১৭

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকা এসে পৌঁছেছেন শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। এরই মধ্যে সিলেটে ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

আজ দুপুরেই ঢাকায় পৌঁছে হেলিকপ্টার যোগে আবার সিলেট চলে যান মালিঙ্গা। এবারের বিপিএলে শ্রীলঙ্গন লাসিথ মালিঙ্গা ছাড়াও রংপুরের ডাগআউটে বিদেশির মধ্যে রয়েছেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, কুশাল পেরেরা, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস, ক্রিস গেইল, ইংল্যান্ডের রবি বোপারাসহ আরও বেশ কিছু তারকা ক্রিকেটার।

এবারের বিপিএলে রংপুর রাইডার্স মাশরাফি বিন মর্তুজার অধিনায়কত্বে খেলবে। রাইডার্সদের প্রথম ম্যাচ সিলেট পর্বের উদ্বোধনী দিনে গতবারের রানারআপ রাজশাহী কিংসের বিপক্ষে।

উল্লেখ্য, বিপিএলের প্রথম আসরেই খেলার আমন্ত্রণ জানানো হয়েছিল শ্রীলঙ্কন ফাস্ট বোলিং স্টার লাসিথ মালিঙ্গাকে। তখন তিনি সে আমন্ত্রণে সাড়া দেননি। তবে এবার বিপিএলের পঞ্চম আসর মাতাতে ঢাকায় আসছেন এ লঙ্কান পেসার। রংপুর রাইডার্সের সঙ্গেই চুক্তিবদ্ধ হয়েছেন মালিঙ্গা। পুরো বিপিএলেই তার খেলার কথা রয়েছে।

এমএএন/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন