ধোনিকে পেছনে ফেললেন শোয়েব মালিক
৩৫ বসন্ত পেরিয়ে ক্যারিয়ারটা যেন নতুন করে শুরু করেছেন শোয়েব মালিক। পাকিস্তানের বর্ষীয়ান এ ব্যাটসম্যানের উইলো থেকে রানের ফুলঝুরি ছুটছে তো ছুটছেই। এবার তিনি পেছনে ফেললেন ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিকে।
শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ‘ম্যান অব দ্য সিরিজ’-এর পুরস্কার জিতেছেন শোয়েব মালিক। বছরজুড়েই তার ব্যাট কথা বলেছে। চলতি বছরে এখন পর্যন্ত পাঁচ নাম্বার পজিশনে সবচেয়ে বেশি রান করেছেন মালিক।
২০১৭ সালে পাকিস্তানের হয়ে ১৪ ইনিংস ব্যাট হাতে নেমেছেন মালিক। ৬৩ গড়ে তিনি করেছেন ৫০৪ রান। এ বছরে ডানহাতি এ ব্যাটসম্যানের উইলো থেকে এসেছে তিনটি ফিফটি আর একটি সেঞ্চুরি।
চলতি বছর পাঁচ নাম্বারে নেমে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন মোহাম্মদ। তিনি করেছেন ৪৮৭ রান। ইংল্যান্ডের বেন স্টোকসের রান ৪০৮ আর ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এ বছর পাঁচ নাম্বারে নেমে করতে পেরেছেন ৩৯৮ রান।
এমএমআর/এমএস